ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ব্যবসা ও মানবাধিকার বিষয়ক প্রথম স্প্রিং স্কুল শুরু

New-Project-8-3.jpg

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ব্যবসা ও মানবাধিকার বিষয়ক প্রথম স্প্রিং স্কুল শুরু

ঢাবি প্রতিনিধি

ব্যবসা ও মানবাধিকার বিষয়ে প্রথমবারের মতো স্প্রিং স্কুলের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসির (সিবিপি) উদ্যোগে এই পাঁচ দিনব্যাপী কর্মশালাটি কুমিল্লার পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) মিলনায়তনে শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। তিনি বলেন, “ব্যবসা ও মানবাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল ব্যবসায়িক আচরণ গড়ে তুলতে শিক্ষা ও গবেষণার কোনো বিকল্প নেই। দেশের সামগ্রিক উন্নয়নের জন্য একটি দায়িত্বশীল ব্যবসায়িক পরিবেশ অপরিহার্য।”

এই কর্মশালার আয়োজনে সহযোগিতা করছে জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেড, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), বাংলাদেশের ডেনমার্ক দূতাবাস, সুইডিশ সরকার এবং ইনিশিয়েটিভ ফর গ্লোবাল সলিডারিটি (আইজিএস)।

উপাচার্য আরও জানান, “এই স্প্রিং স্কুলের মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক সহযোগীদের সহায়তায় বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছেন, যা তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইএলও বিশেষজ্ঞ জোসি লাপোর্তে, টেকনিক্যাল কর্মকর্তা চয়নিচ থাম্পারিপাত্রা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. কৃষ্ণ কুমার সাহা।

উল্লেখ্য, প্রশিক্ষণ কর্মশালাটি চলবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত। এতে অংশ নিচ্ছেন বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠান থেকে আসা ৩০ জন পেশাজীবী।

Leave a Reply

scroll to top