বাংলাদেশ জাতীয় জাদুঘর (সুফিয়া কামাল মিলনায়তন)
‘জকি’, ইরান (সকাল ১০টা ৩০ মিনিট), ‘কুমভা, উইচ কামস ফ্রম সাইলেন্স’, ফ্রান্স (বেলা ১টা), ‘দ্য ডেসটিনি অব আ ট্রাক’, বুরকিনা ফাসো (বেলা ৩টা), ‘দ্য রেলওয়ে’, রাশিয়া (বিকেল ৫টা)।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি (জাতীয় চিত্রশালা মিলনায়তন)
‘পোস্টমেকার্স’, রাশিয়া (সকাল ১০টা ৩০ মিনিট), ‘লাইফ অব লুও সাং’, চীন (বেলা ১টা), ‘উই শুড মেক মুভিজ অ্যাবাউট লাভ’, ভারত-রাশিয়া (বেলা ৩টা ৩০ মিনিট), ‘ইন ফ্লেমস’, কানাডা-পাকিস্তান (বিকেল ৫টা ৩০ মিনিট)।
গত ৯ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে আয়োজক প্রতিষ্ঠান রেইনবো ফিল্ম সোসাইটির সভাপতি আহমেদ মুজতবা জামাল বলেন, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব তরুণ ও প্রতিশ্রুতিশীল চলচ্চিত্র নির্মাতাদের আন্তর্জাতিক চলচ্চিত্র ধারার সঙ্গে সংযোগ স্থাপনের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করতে যেমন সফল হয়েছে, তেমনি বাংলাদেশের চলচ্চিত্রের অনুরূপ ধারাকে বলিষ্ঠ করেছে। সারা বিশ্বের প্রখ্যাত নির্মাতাদের সব নতুন সিনেমা দর্শকদের উপহার দেওয়াই এই আন্তর্জাতিক উৎসবের মূল উদ্দেশ্য।