সমাজের সব অসংগতি দূরীকরণে তরুণদের বিকল্প নেই: মির্জা ফখরুল

New-Project-69-1.jpg
নিজস্ব প্রতিবেদক

তরুণ প্রজন্মকে লেখাপড়ায় বেশি গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার একটি অভিজাত রিসোর্টে ঢাকা কলেজের রিইউনিয়ন অনুষ্ঠানে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তাগিদ দেন তিনি।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ডালি এম্বার্স নামের একটি রিসোর্টে ঢাকা কলেজের গ্র্যান্ড রিইউনিয়নে যোগদানের পর এসব কথা বলেন তিনি। পরে তিনি আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্দেশে কলেজটির স্মৃতিচারণা করে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

মির্জা ফখরুল আরও বলেন, তরুণ প্রজন্মই পারে সকল বৈষম্য দূর করে সকল স্তরে বৈপ্লবিক পরিবর্তন আনতে। এ ছাড়াও সমাজের সকল অসংগতি দূরীকরণে তরুণদের বিকল্প নেই।

ঢাকা কলেজের গ্র্যান্ড রিইউনিয়ন আয়োজক কমিটির আহ্বায়ক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুর সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিশিষ্ট সাংবাদিক মো. শফিক রেহেমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীসহ কলেজটির প্রাক্তন শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

scroll to top