টাঙ্গাইলে যৌথবাহিনীর অভিযানে ১ হেক্টর বনভূমি জবরদখলমুক্ত

New-Project-104.jpg
নিজস্ব প্রতিবেদক

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার হাঁটুভাঙ্গা বিটে যৌথ অভিযানে ১ হেক্টর বনভূমি জবরদখলমুক্ত করা হয়েছে। গতকাল (২৬ ডিসেম্বর) টাঙ্গাইল জেলা প্রশাসনের নেতৃত্বে সেনাবাহিনী, বন বিভাগ ও পুলিশ এ অভিযান পরিচালনা করে। জবরদখলমুক্ত হওয়া ভূমির বাজারমূল্য প্রায় ১ কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকা।

অভিযানে ৭টি অবৈধ ঘর ও ২টি অবৈধ করাতকল উচ্ছেদ করা হয়। বনভূমি ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

অপরদিকে, পরিবেশ অধিদপ্তর আজ সাভারের আশুলিয়ার চারিগ্রামে দুটি অবৈধ সীসা কারখানা বন্ধ করে মালামাল জব্দ করেছে। একই দিনে সাভারের সাদুল্লাপুর এলাকায় মেসার্স রিপন ব্রিক্সে অভিযান চালিয়ে ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়াও, মোহাম্মদপুরে বায়ুদূষণবিরোধী মোবাইল কোর্টে নির্মাণ সামগ্রী খোলা অবস্থায় রাখার অপরাধে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ সময় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

scroll to top