জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২০২৫ সেশনে প্রথম বর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৪৫ বছর বয়সী শিক্ষার্থী তৌহিদুর রহমান তকু।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) কলা ও মানবিকী অনুষদের অধীনে ‘সি’ ইউনিটের তৃতীয় শিফটের পরীক্ষায় তিনি অংশগ্রহণ। বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলে তিনি শিক্ষক হতে চান। তৌহিদুর রহমানের বাড়ি নওগাঁ জেলায়। তিনি নওগাঁ সরকারি কে. ডি স্কুলে মাধ্যমিক পড়াশোনা করেছেন। এরপর তিনি মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে জেডিসি, দাখিল এবং আলিম পাশ করেন। পরবর্তীতে তিনি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেন।
তৌহিদুর রহমান বলেন, অষ্টম শ্রেণীতে পড়া অবস্থায় মস্তিষ্কের এক জটিল রোগে আক্রান্ত হয়ে আমি দীর্ঘদিন মানসিক ভারসাম্যহীন ছিলাম। এরপর ২০১৭-২০১৮ সালের দিকে সুস্থ হয়ে আমি নতুন করে পড়াশোনা শুরু করি। ২০১৯ সালে জেডিসি, ২০২১ সালে এসএসসি/দাখিল এবং ২০২৪ সালে আলিম পাশ করি। এরপর আমি বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছি।
বিশ্ববিদ্যালয়ে পড়ে কি হতে চান এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি বিশ্ববিদ্যালয়ে পড়ে একজন শিক্ষক হতে চাই। আমি গরীব শিক্ষার্থীদের সাহায্য এবং তাদেরকেই স্বল্প খরচে পড়াতে চাই। দেশের পিছিয়ে পড়া শিক্ষার্থী যেন কম খরচে ভালো শিক্ষার মান পায় সেই প্রচেষ্টা থাকবে বলে তিনি মনে করেন।
তিনি বলেন, আমার কাছে বর্তমান যে শিক্ষ ব্যবস্থা চলছে তার পরিবর্তন করতে চাই। সেটা শিক্ষকতার মাধ্যমে। শিক্ষায় একমাত্র শক্তি যা মানুষকে উন্নত করতে পারে বলে তিনি মনে করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পরীক্ষা দিতে এসে আপনার কেমন লাগছে জবাবে তিনি বলেন, এটা আমার অনেক দিনের স্বপ্ন । সেই স্বপ্ন আমার পূর্ণ হয়েছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারলে আরেকটি স্বপ্ন পূর্ণ হবে। লেখাপড়া শেষ করে মানুষে সেবাই আমি সারাজীবন নিজেক বিলিয়ে দিবো।
পরীক্ষা শেষে তিনি বলেন, এবার ইংরেজিতে আমার প্রস্তুতি খুব ভালো না, তবে আমি দ্বিতীয় বার ভর্তি পরীক্ষায় সফল হতে চাই। সামনের বছর আরও ভালো করে পরীক্ষার প্রস্তুতি নিবো।
তৌহিদুর রহমান একটি বিয়ে করলেও অসুস্থের কারণে স্ত্রী ছেড়ে গেছেন বলে তিনি জানান। বর্তমানে বড় বোন ও আম্মা রয়েছেন তার পরিবারে। যোগ্যতা অনুসারে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবেন তিনি।