জাবিতে আর্ন্তজাতিক নারী দিবস পালিত

New-Project-2025-03-09T164346.230.jpg
নিজস্ব প্রতিবেদক

‘‘অধিকার, সমতা, ক্ষমতায়ন- নারী ও কন্যার উন্নয়ন’’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে আজর্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে র্যালি উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। র্যালিটি শহিদ মিনার থেকে শুরু করে জহির রায়হান মিলনায়তনে গিয়ে শেষ হয়। র্লি শেষে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, নারী ও পুরুষ একে অপরের পরিপূরক। নারী পুরুষ ছাড়া শূন্য এবং পুরুষ নারী ছাড়া অন্ধ। সফল হতে হলে যৌথভাবে এগিয়ে যেতে হবে।

প্রধান আলোচকের বক্তব্যে শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. দিলারা চৌধুরী বলেন, পিতৃতান্ত্রিক সমাজে নারীরা অবমূল্যায়নের শিকার হয়। তিনি সংবিধানে নারীদের সমান অংশীদারিত্বের দাবি জানান। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের বিপ্লবে নারীর অংশগ্রহণ ছিলো স্বতঃস্ফূর্ত।

বিশেষ আলোচকের বক্তব্যে বাংলা বিভাগের অধ্যাপক ড. শামীমা সুলতানা বলেন, নারী রাষ্ট্রের আত্মা। আত্মাকে সম্মান জানানো ছাড়া রাষ্ট্র এগিয়ে যেতে পারে না এবং সুস্থ সমাজ গড়ে উঠবে না। নারী-পুরুষ মিলে দেশ গড়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক নারী দিবস উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. আবেদা সুলতানা।

স্বাগত বক্তব্য রাখেন আন্তর্জাতিক নারী দিবস উদযাপন কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. তাসলিমা নাহার, প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ও মহিলা ক্লাবের সভাপতি কামরুন নেছা খন্দকার, ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশনের পরিচালক অধ্যাপক ড. আইরীন আক্তার, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. সোমা মুমতাজ। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, আন্তর্জাতিক নারী দিবস উদযাপন কমিটির সদস্য সচিব, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের অতিরিক্ত পরিচালক আমিনা ইসলাম।

এছাড়াও গত, শনিবার (৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ছবি চত্বরে ‘জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট’ এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ও সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে “নারীর চোখে পৃথিবী” শীর্ষক আলোকচিত্র প্রদর্শিত হয়েছে।

Leave a Reply

scroll to top