জাবি আইন বিভাগের দুই শিক্ষকের ছুটি বাতিল: শিক্ষার্থীদের দাবি চাকরিচ্যুতির

New-Project-24-5.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আইন ও বিচার বিভাগের দুই শিক্ষকের শিক্ষা ছুটি বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছুটি বাতিল হওয়া সহযোগী অধ্যাপক তাপস কুমার দাস ও সহযোগী অধ্যাপক সুপ্রভাত পালের অপকর্মের বিচার এবং চাকরিচ্যুতির দাবিসহ বিভিন্ন দাবিতে একটানা প্রায় ৯০ দিন আন্দোলন করেছেন বিভাগের শিক্ষার্থীরা।

গত ১৭ মার্চ সকাল ১১টায় শুরু হয়ে রাত ৩টা পর্যন্ত চলা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডিন সহযোগী অধ্যাপক তাপস কুমার দাস এবং সহযোগী অধ্যাপক সুপ্রভাত পালের শিক্ষা ছুটি বাতিল করে ১৫ দিনের মধ্যে কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

উক্ত দুই শিক্ষকের বিরুদ্ধে ফলাফল জালিয়াতি, শিক্ষার্থীদের হেনস্তা, নারী শিক্ষার্থীদের হয়রানি, মাদ্রাসা থেকে আগত এবং প্র্যাকটিসিং মুসলিম শিক্ষার্থীদের অপমান করা, পরিকল্পিতভাবে পরীক্ষায় নম্বর কমিয়ে দেওয়া ইত্যাদি অভিযোগ রয়েছে। জুলাইয়ের আন্দোলনে গ্রেপ্তার হওয়া জাবি শিক্ষার্থীদের মুক্তির জন্য তাপস কুমার দাসের নেতৃত্বে গঠিত হয় আইনি সহায়তা সেল। উক্ত সেলে পর্যাপ্ত অর্থায়ন করা হলেও, দক্ষ জাবিয়ান আইনজীবী থাকার পরও প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা অদক্ষ ও অনভিজ্ঞ আইনজীবী নিয়োগ দিয়ে জামিনের প্রতিকূলতা তৈরি করা হয়।

এমন অসংখ্য অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে শিক্ষকদ্বয়ের চাকরিচ্যুতির দাবিতে প্রায় ৯০ দিন ধরে ক্লাস বর্জনসহ বিভিন্ন কর্মসূচি নিয়ে আন্দোলন চালিয়ে যান আইন ও বিচার বিভাগের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, উল্লেখিত শিক্ষকদ্বয় যেন বিশ্ববিদ্যালয়ে ফিরে এসে পুনরায় কোনো অপকর্ম করতে না পারেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করে ন্যায়বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফেরে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ.বি.এম. আজিজুর রহমান বলেন, তারা যদি ১৫ দিনের মধ্যে কর্মস্থলে না ফেরেন, তাহলে প্রশাসন তাদের আরেকবার সতর্ক করতে পারে অথবা তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে পারে। তাদের অন্যায়ের বিচার নিশ্চিতে একটি স্ট্যান্ডিং কমিটি গঠন করা হয়েছে, যা বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবে।

Leave a Reply

scroll to top