জবি শিক্ষার্থীদের তাঁতিবাজার অবরোধ, ধর্ষণের বিচার দাবী

New-Project-13-1.jpg

জবি শিক্ষার্থীদের তাঁতিবাজার অবরোধ, ধর্ষণের বিচার দাবী

২৪ ঘণ্টা বাংলাদেশ

বাংলাদেশের বিভিন্ন জায়গায় ধর্ষণ ও যৌন নিপীড়নের প্রতিবাদে এবং দ্রুততম সময়ের মধ্যে জড়িতদের শাস্তির দাবিতে পুরান ঢাকার তাঁতিবাজার মোড় অবরোধ ও মশাল মছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীহল থেকে ছাত্রীরা ভাস্কর্য চত্বরে এসে জমায়েত হয়। পৌনে আটটায় বিক্ষোভ মিছিল শুরু হয়ে ভিক্টোরিয়া পার্ক হয়ে রায়সাহেব বাজার হয়ে তাঁতিবাজার মোড়ে গিয়ে রাস্তা অবরোধ করে দেয় শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা ‘একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা জবাই কর; আমার বোনের কান্না, আর না, আর না; জাস্টিস, জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস; ধর্ষকের শাস্তি, মৃত্যু মৃত্যু; আমি কে? তুমি কে? আছিয়া আছিয়া সহ নানা স্লোগান দিতে থাকে।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী সংগীত বিভাগের স্বর্ণা রায় বলেন, আমরা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড চাই,আমরা রাস্তায় নিরাপদে বের হতে পারি না। আমার নিরাপদ বাংলাদেশ চাই। ধর্ষকদের ১০ দিনের মধ্যে শাস্তির আওতায় আনতে হবে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলন, জবি শাখার সদস্য সচিব সিফাত হাসান সাকিব বলেন, ‘বিগত সময়ে আমরা দেখেছি আমাদের বোনদের ধর্ষণের ঘটনায় তদন্ত চলমান বলে বিচার প্রক্রিয়া দীর্ঘ করা হয়েছে বারবার। ২৪ এর গণ অভ্যুত্থানের পরও এই ধারা অব্যাহত থাকে তাহলে এটা হবে আমাদের জাতির জন্য লজ্জাজনক।
ধর্ষণ শুধু একটি অপরাধ নয়, এটি মানবতার বিরুদ্ধে এক ভয়ংকর পাপ! আমাদের সমাজে এই বিভীষিকা ক্রমশ বাড়ছে, যা নৈতিক অবক্ষয়ের চরম বহিঃপ্রকাশ।’

Leave a Reply

scroll to top