জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো নববর্ষে বৈশাখী মেলা, হবে কনসার্ট

New-Project-6-5.jpg

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো নববর্ষে বৈশাখী মেলা, হবে কনসার্ট

২৪ ঘণ্টা বাংলাদেশ জবি প্রতিনিধি

পহেলা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। অনুষ্ঠিত হবে বৈশাখী মেলা। আগামী সোমবার (১৪ এপ্রিল) বাংলা বছরের প্রথম দিন ধুমধাম করে নববর্ষ উদযাপিত হবে।

বর্ষবরণ অনুষ্ঠান শুরু হবে সকাল ৯টা ১৫ মিনিটে বৈশাখী শোভাযাত্রার মাধ্যমে। এরপর সকাল ১০টা ৩০ মিনিটে বক্তব্য দেবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

এরপর সকাল ১০টা ৪০ মিনিটে সংগীত বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হবে সংগীত অনুষ্ঠান। সকাল ১১টা ৪০ মিনিটে থাকছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংস্কৃতি কেন্দ্র, আবৃত্তি সংসদ ও উদিচী শিল্পীগোষ্ঠির পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

দুপুর ১২টা ১০ মিনিটে থাকছে গালা- ‘ভেলুয়া সুন্দরী’ নাট্যকলা বিভাগের পরিবেশনায়। বিকাল ৩টা থেকে অনুষ্ঠিত হবে জবি ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় কনসার্ট। যেখানে সংগীত পরিবেশন করবেন বাংলাদেশের স্বনামধন্য ব্যান্ড শিল্পী এবং জবি ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন।

এছাড়াও থাকছে দিনব্যাপী বৈশাখী এবং জবি জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের ব্যবস্থাপনায় ভাষা শহীদ রফিক ভবনের নিচতলায় দিনব্যাপী প্রকাশনা প্রদর্শনী।

Leave a Reply

scroll to top