ছাগলের মল থেকে তৈরি হচ্ছে রূপচর্চার সবচেয়ে দামি তেল

ছাগলের মল থেকে তৈরি হচ্ছে রূপচর্চার সবচেয়ে দামি তেল
নিজস্ব প্রতিবেদক

ত্বক ও চুলের পরিচর্যায় ব্যবহার হয় এমন একটি তেলের নাম ‘আরাগান তেল’। এক লিটার আরাগান তেলের দাম বাংলা টাকায় ১৪ হাজার ৯০২ টাকা। ক্ষেত্রবিশেষে এর দাম আরও বেশি হয়। এই মহামূল্যবান আরাগান তেল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ প্রজাতির ‘গেছো ছাগল’।

ছাগল আর ভেড়ার খামারে হেঁটে বেড়াচ্ছেন এক যুবক। একটু পরপর ওই প্রাণীগুলোকে নিজ হাতে খাবারও তুলে দিচ্ছেন তিনি। এভাবে ওই পশুকে খাবার খাওয়ানোর পেছনে কারণও রয়েছে তার। মাংস বা দুগ্ধ নয় বরং এই ছাগলের কাছ থেকে তিনি চাইছেন উচ্চমানের মল। আর সেই মল মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে তা খুব যত্ন করে তুলে নিচ্ছেন ওই যুবক।

খামারে রয়েছে নানা ধরনের ছাগল-ভেড়া। খাবার খেয়ে সেগুলো যখন মলত্যাগ করছে, সেগুলো সংগ্রহ করছেন সেই যুবক। তারপর সংগ্রহ করা সেই মল একটি স্বচ্ছ বাটিতে রাখেন তিনি। এরপর তাতে কয়েক ধরনের উপাদান মেশান ওই যুবক। একপর্যায়ে ফোমজাতীয় কিছু একটা মিশিয়ে সেই মিশ্রণটিকে ভালোভাবে দলাই-মথাই করতে থাকেন।

অপ্রয়োজনীয় ও নোংরা মনে হলেও এই মল থেকেই তৈরি হচ্ছে চুলের জন্য উন্নতমানের মাস্ক। চুলের বিশেষ যত্নের জন্য এই মাস্ক তৈরি করছেন ওই যুবক। তিনি রুশ কসমেটোলজিস্ট ও স্টাইলিস্ট অ্যালেকজান্ডার দানিলভ। রাজধানী মস্কোতে রয়েছে তার স্টুডিও। সেখানে বসেই নতুন তৈরি করা এই মাস্ক দিয়ে তরুণীদের চুলের চিকিৎসা করছেন তিনি।

দানিলভের দাবি, তার মলের এই চিকিৎসা পেয়ে অনেক তরুণীর চুল ঝর ঝরে হয়েছে। তার স্টুডিওতে আসা এক তরুণীর চুলে বিশেষ এই মাস্ক পরিয়ে দিচ্ছেন দানিলভ। বিশেষ এই মাস্ক পড়ালে নাকি চুলের দাগ দূর হয়, এমনটাও দাবি এই যুবকের। তিনি বলছিলেন, স্বর্ণকেশী চুলে এই মাস্ক লাগালে, হলুদ ছোপ বা দাগ দূর হয়।

বিশেষ ধরনের এই মাস্ক বানাতে বেশ কিছু উপকরণ ব্যবহার করেন দানিলভ। তার ভাষায়, চুলের একেবারে ভেতর যেন এই মিশ্রণ পৌঁছায় সে জন্য আমি লিপিড মাস্ক ব্যবহার করি। এ ছাড়া মিশ্রণটি বানাতে তেলেরও প্রয়োজন হয়। তাই আমি শিয়া ও ম্যাকাডামিয়া তেলও ব্যবহার করি।

দানিলভের একজন ক্লায়েন্ট এলেনা কিনিয়াজেভা বলেন পুরো প্রক্রিয়া শেষে চুল থেকে বাজে গন্ধও বের হয় না।

Leave a Reply

scroll to top