চুপিচুপি ‘প্রিয় বান্ধবী’র সাথে বিয়ে সারলেন দর্শন রাভাল

New-Project-75.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

সম্পর্কটা অনেকটাই গোপনে ছিল এতদিন যাবত। এবার চুপিচুপিই নিজের ‘প্রিয় বান্ধবী’ ধারাল সুরেলিয়ার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন বলিউডের জনপ্রিয় গায়ক দর্শন রাভাল। শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক স্ট্যাটাসে নিজের বিয়ের খবর নিশ্চিত করেছেন এই সংগীতশিল্পী নিজেই। বিয়ের ছবি শেয়ার করে একটি ক্যাপশন লিখেছেন, “আমার সেরা বন্ধু চিরকাল।”

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দর্শনের স্ত্রী একজন আর্কিটেক্ট। সে একজন প্রফেশনাল ডিজাইনার পাশাপাশি উদ্যেক্তা। এদিকে গায়কের বিয়ের খবরে ভক্তরাও শুভেচ্ছা জানিয়েছেন। অনেকেই অবশ্য অবাকও হয়েছেন। কারণ হুট করেই বান্ধবীকে বিয়ের খবর জানিয়েছেন দর্শন। তাই সোশ্যাল মিডিয়ায় তার বিয়ের ছবি শেয়ার করার পর এক ধরনের অবাক করা পরিস্থিতি তৈরি হয়।

২০১৪ সালে রিয়েলিটি শো ‘ইন্ডিয়াস র স্টার’-এ অংশগ্রহণের পর দর্শন রাভাল খ্যাতি অর্জন করেন। এরপরে তিনি ‘প্রেম রতন ধন পায়ো’, ‘সনম তেরি কসম’, ‘তেরা সুরুর’, ‘লাভইয়াত্রী’এর মতো বেশ কয়েকটি সিনেমার জন্য গান গেয়েছেন। মিত্রন’, ‘এক লডকি কো দেখা তো আইসা লাগা’, ‘লাভ আজ কাল’, ‘লুডো’, ‘রকি অর রানি কি প্রেম কাহানি’, ‘চান্দু চ্যাম্পিয়ন’, ‘ইশক ভিশক রিবাউন্ড’ এবং অন্যান্য।

Leave a Reply

scroll to top