ঘোষণা দিয়েই ষড়যন্ত্র হচ্ছে: শ্রম উপদেষ্টা

New-Project-29-2.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ

ঘোষণা দিয়েই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে ক্রমাগত পোস্ট দেওয়া প্রসঙ্গে এই কথা বলেছেন তিনি।

রবিবার (১০ নভেম্বর) ঢাকায় সচিবালয়ে ‘বর্তমান শ্রম পরিস্থিতি পর্যালোচনা’ বিষয়ক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, ‘আওয়ামী লীগের যে অফিশিয়াল পেজ আছে, দেশের বাইরে বসে পোস্ট করে; সেখানে কিন্তু শ্রমিকদের উসকে দেওয়ার মতো কিছু পোস্ট গতকাল আপনাদের দেখার কথা। আমার চোখে পড়েছে। ষড়যন্ত্র তো ঘোষণা দিয়েই হচ্ছে, ভাই। সেটা তো সোশ্যাল মিডিয়ার সবাই দেখছে। এগুলো কাউন্টার করার ক্ষেত্রে আপনাদের (সাংবাদিক) একটা ভূমিকা থাকা উচিত। আমরা কাজ করছি।’

Leave a Reply

scroll to top