গাজীপুরে কারখানার বয়লার বিস্ফোরণে ১২ শ্রমিক আহত

New-Project-31-3.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ

গাজীপুরের শ্রীপুরে এইচডিএফ এ্যাপারেলস্ লিমিটেড নামের কারখানায় বয়লার বিস্ফোরণে ১২ শ্রমিক আহত হয়েছেন। সোমবার (২০ জানুয়ারি) সকাল ৯টার দিকে কারখানা স্যাম্পল রুমের বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে সুজন নামের একজনের পায়ে গুরুতর জখম হয়েছে। তাকে মাওনা চৌরাস্তা এলাকার একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আহতরা হলেন, কারখানার শ্রমিক সুজন, রইছ উদ্দিন, শুক্কুর, সোনিয়া, লিমা, ইকবাল, শাহজাহান। তাদের মধ্যে সুজনের বাঁ পায়ে গুরুতর জখম হয়েছে। তাকে মাওনা চৌরাস্তার আলহেরা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কারখানাটির ম্যানেজার (প্রশাসন) এমআর শিপু চৌধুরী বলেন, প্রতিদিনের মতো কারখানার শ্রমিকরা সকালে কাজে যোগ দেন। ৯টার দিকে হঠাৎ কারখানার স্যাম্পল রুমের ৫ কেজি ক্যাপাসিটির মিনি বয়লার বিস্ফোরণ হয়। এতে দুইজন শ্রমিক গুরুতরসহ কয়েকজন আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠিয়ে দেয়া হয়েছে। এদের মধ্যে সুজনের বাঁ পায়ে আঘাত পাওয়ায় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আলিম বিশ্বাস বলেন, আমরা ছয়জন রোগী পেয়েছি। তাদের মধ্যে কারো কোনো বড় ধরনের ইনজুরি নাই। এদের মধ্য ইয়াছিল আলীকে তার স্বজনরা ময়মনসিংহ নিয়ে গিয়েছেন, সুজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

কারখানার ইলেকট্রিক ইনচার্জ সোহেল রানা বলেন, স্যাম্পল রুমে একটি বয়লার। সেটি যারা চালায় তারা সকাল ৮টার দিকে এসে চালু করে। তারা হয়তো খেয়াল করেনি যে সেটি পানি নিচ্ছে কিনা। বয়লার হিট হতে হতে স্ট্রিম আউট লাইন ছেড়েছে তখন বিস্ফোরণ হয়েছে।

Leave a Reply

scroll to top