ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি হামলা, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।
আজ মঙ্গলবার (৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মুখে কালো কাপড় বেঁধে এই মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনটির নেতাকর্মীরা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা মুখে কালো কাপড় বেঁধে নিরব সারিতে দাঁড়িয়ে ছিলেন— যা প্রতীক হয়ে দাঁড়ায় বিশ্ব বিবেকের নীরবতার বিরুদ্ধে এক দৃপ্ত প্রতিবাদে। তারা হাতে ধরে ছিলেন নানা ব্যানার ও পোস্টার, যাতে লেখা ছিল— “Stop Genocide in Gaza”, “Bombing Hospitals, Bombing Schools — are War Crimes”, “Ceasefire Now”
এছাড়াও মূল ব্যানারে বড় অক্ষরে লেখা ছিল, “Our demonstration is in solidarity with the Palestinian people against the Israeli genocide and crimes against humanity in Gaza.”
ছাত্রদলের নেতাকর্মীরা জানান, এই কর্মসূচির উদ্দেশ্য ছিল নিরীহ শিশু, নারী ও বৃদ্ধদের ওপর চালানো ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করা।
এসময় এক ছাত্রদল নেতা বলেন, “গাজায় নিরপরাধ মানুষের ওপর হামলা চালিয়ে শিশু, স্কুল, হাসপাতাল পর্যন্ত লক্ষ্যবস্তু করা হচ্ছে। এটি নিছক যুদ্ধ নয়, এটি স্পষ্টতই যুদ্ধাপরাধ। আমরা ছাত্রসমাজের পক্ষ থেকে এই নিপীড়নের বিরুদ্ধে মানবতার কণ্ঠস্বর হয়ে দাঁড়িয়েছি।”
মানববন্ধনে বক্তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, যাতে অবিলম্বে ইসরায়েলের আগ্রাসন বন্ধ করা হয় এবং গণহত্যার বিচার আন্তর্জাতিক আদালতে নিশ্চিত করা হয়। তারা বলেন,
“আমরা চাই, বিশ্ব বিবেক জাগ্রত হোক। ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো এখন শুধু মানবিক দায়িত্ব নয়, এটি ন্যায়ের প্রশ্ন, এটি সভ্যতার অস্তিত্ব রক্ষার প্রশ্ন।”
নোবিপ্রবি ছাত্রদলের এই কর্মসূচি শিক্ষার্থীদের সামাজিক ও মানবিক চেতনার বহিঃপ্রকাশ। তারা জানান, শিক্ষাঙ্গন শুধু জ্ঞানের নয়, ন্যায়ের পক্ষে দাঁড়াবার ক্ষেত্র হিসেবেও ভূমিকা রাখতে পারে।
মানববন্ধন শেষে ছাত্রদলের নেতাকর্মীরা জানান, এই প্রতিবাদ কেবল একদিনের কর্মসূচিতে সীমাবদ্ধ নয়— যতদিন না গাজায় শান্তি ফিরে আসে, তারা মানবতার পক্ষে, নিপীড়িত মানুষের পাশে সক্রিয় ভূমিকা রাখবেন।