ক্যান্সারে ভুগছেন উপস্থাপিকা সামিয়া আফরিন

New-Project-9-7.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ

প্রায় আড়াই বছর ধরে মারণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক-অভিনেত্রী সামিয়া আফরিন। ২০২২ সালের এপ্রিলে তার ক্যান্সার ধরা পড়ে বলে জানিয়েছেন তিনি নিজে।

সামিয়া আফরিন বলেন, ‘২০২২-এর ঠিক এপ্রিলে আমার ক্যান্সার ধরা পড়ে। চতুর্থ স্টেজে গিয়ে এটি ধরা পড়ে।আমার পরিবারের লোকজনের জন্য এটা খুবই ভীতিকর ব্যাপার হয়ে গিয়েছিল। কিন্তু ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে যে, এটা একটা অসুখ; এ জন্য আমাকে লড়াই করতে হবে অথবা নিরাময়ের উপায় খুঁজে বের করতে হবে। ভয় না পেয়ে কিভাবে নিরাময় হতে পারে, আমি সেসব খুঁজে বের করি। মানসিকভাবে ভেঙে না পড়ে, বরং তখন আমি আমার পরিবারের জন্য সহায়ক হয়েছিলাম।কারো কাছ থেকে সহানুভূতিশীল কোনো কথা বা নিজেকে সেই দৃষ্টিতে দেখতে চাইনি। আমি সব সময় দৃঢ়চেতা হতে চেয়েছিলাম। তাতে হয় কী, এটা একজন রোগীকে আরো বেশি শক্তি জোগায় তাড়াতাড়ি সেরে ওঠার জন্য।’

বর্তমান নিজের শারীরিক ও মানসিক অবস্থা জানিয়ে তিনি বলেন, ‘প্রায় আড়াই বছর ধরে আমি এটার সঙ্গে লড়াই করছি।ক্যান্সারে আক্রান্ত হলে রোগীর মনোবল ভেঙে পড়ার পরিস্থিতি নিয়ে সামিয়ার ভাষ্য, ‘ক্যান্সারে আক্রান্ত হলে আমরা মানসিকভাবে ভেঙে পড়ি। মনে হয়—আমার জীবন শেষ হয়ে গেল, এরপর আর বুঝি কিছু নেই। এটা নিছক ভুল কথা। যদি আমরা চেষ্টা করি, মানসিকভাবে নিজেকে প্রস্তুত করতে পারি এবং সাথে সাথে লাইফ স্টাইলেও অনেক পরিবর্তন আনতে হয়, তাহলে এটা কাটিয়ে ওঠা সম্ভব।

Leave a Reply

scroll to top