ক্যাটারার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা লাউঞ্জ পরিচালনার জন্য ক্যাটারার নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ২২ এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে।
প্রতিষ্ঠােনের নাম: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
পদের নাম: ক্যাটারার
পদসংখ্যা: ১টি
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীগণকে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করার অনুরোধ করা হয়। প্রয়োজনীয় কাগজপত্র যেমন-হোটেল/রেষ্টুরেন্ট ব্যবসার অভিজ্ঞতা, এনআইডি, ট্রেড লাইসেন্স, ই-টিন সনদ ইত্যাদি সংযুক্ত করে নির্ধারিত সময়ের মধ্যে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের নিকট আবেদনপত্র(বন্ধ খামে) জমা দিতে বলা হয়েছে।
আবেদন ফরম: আবেদন ফরম নোবিপ্রবি ক্যাম্পাস ও ক্যাম্পাস সংলগ্ন হোটেল ও রেষ্টবেন্ট মালিকগন,সোনাপুরস্থ হোটেল ও রেষ্টুরেন্ট মালিকগন,মাইজদীস্থ হোটেল ও রেষ্টুরেন্ট মালিকগন,বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড সমূহে পাওয়া যাবে। অথবা আবেদন ফরম ডাউনলোড করতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ সময়: ২২ এপ্রিল, ২০২৫।