সম্প্রতি খুলনা প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ভিসির পদত্যাগের দাবিতে কুয়েটের শিক্ষার্থীরা আন্দোলন করে যাচ্ছে।কুয়েটের শিক্ষার্থীরা তাদের ভিসির পদত্যাগের দাবিতে আমরণ অনশনে বসেছে।
কুয়েটের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার আমরণ অনশনের ডাক দিয়েছেন। গতকাল রাতে ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি বলেন: আমরা কুয়েটের শিক্ষার্থীদের পাশে আছি। বাংলাদেশের প্রতিটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কুয়েটের পাশে আছে।আজ রাতের মধ্যে কুয়েটের ভিসিকে অপসারণ না করা হলে আমি সালাহউদ্দিন আম্মার কুয়েটের অনশনকারী শিক্ষার্থীদের প্রতি পূর্ণ সংহতি জানিয়ে আগামীকাল থেকে আমরণ অনশনে বসবো।
কুয়েটের বিষয়টি এখন আর শুধুমাত্র কুয়েটের মধ্যে সীমাবদ্ধ নেই এটি এখন রাষ্ট্রীয় দাবি হয়ে গিয়েছে।
আর সাথে সাথে সকল ক্যাম্পাসের শিক্ষার্থীদের একযোগে আগামীকাল অনশনে বসার অনুরোধ জানাচ্ছি দেখি কত মানুষ অসুস্থ হলে ইন্টেরিমের ঘুম ভাঙ্গে।
সালাউদ্দিন আম্মার আরও বলেন :শাহাবাগ অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ,বুয়েট সহ ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।
কুয়েট ভিসির পদত্যাগ করাতে আর কত সমাগমের দরকার ইন্টেরিমের ঘুম ভাঙ্গতে সেটা দেখবো ইনশাআল্লাহ। কোনো স্বৈরাচারের সাথে আপোষ নয়।
আগামীকাল সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একসাথে আমরণ অনশনের ডাক দিয়েছি দেখি কত লাশ চাই ইন্টেরিমের।
আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ৯.৩০ থেকে সালাউদ্দিন আম্মার সহ রাবির আরো কয়েকজন শিক্ষার্থী কুয়েটের ভিসির পদত্যাগের দাবিতে আমরণ অনশনে বসেছে।