কুয়েটে হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে মশাল মিছিল

New-Project-97-2.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ

কুয়েটে শিক্ষার্থীদের উপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা।

১৮ই ফেব্রুয়ারী (মঙ্গলবার) রাত সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশ থেকে এ মশাল মিছিল শুরু হয়। শহীদ মিনারের পাদদেশ থেকে শুরু হয়ে আব্দুস সালাম হল সহ নোবিপ্রবির সকল হল হয়ে পূনরায় শহীদ মিনারে শেষ হয়। এরপর আবারো বিভিন্ন স্লোগান উত্তাল হয় নোবিপ্রবি।

মিছিলে “শিক্ষা না সন্ত্রাস, শিক্ষা শিক্ষা”, সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও পুড়িয়ে দাও”, কুয়েট তোমার ভয় নাই, জুলাই বিপ্লব ভুলি নাই”, ” সন্ত্রাসীদের আস্তানা, ভেঙে দাও পুড়িয়ে দাও”, “আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই”,“জালোরে জালো, আগুন জালো”,”যেই হাত ছাত্র মারে,সেই হাত ভেঙে দাও”,”কুয়েটে হামলা কেন? প্রশাসন জবাব চাই”,”একশন টু একশন ডাইরেক্ট একশন”, “১০১ এর একশন, ডাইরেক্ট একশন” সহ নানা স্লোগান দেন শিক্ষার্থীরা।

মশাল মিছিলে অংশগ্রহণকারী এক শিক্ষার্থী বলেন, সংগ্রামী ভাইয়েরা আপনারা দেখেছেন কুয়েটে একদল সন্ত্রাসী আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে।আমরা এখান থেকে বলে দিতে চাই ৫ই আগস্ট যেভাবে আমরা একদল ফ্যাসিস্টকে এদেশ থেকে তাড়িয়েছি আবার যদি নতুন কোনো ফ্যাসিস্ট তৈরি হয় তাহলে আমরা তাদেরকে নতুন করে এই বাংলাদেশ থেকে তাড়াতে বাধ্য হব।

শিক্ষার্থীর বলেন, আমরা এখান থেকে বলে দিতে চাই গত ১৬ বছর ছাত্রলীগ ক্যাম্পাস দখল করে যেরকম চাঁদাবাজি,টেন্ডারবাজি এবং সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করেছে এরকম যদি কোনো সংগঠন করতে চায়, আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবো এবং তাদেরকে এ ক্যাম্পাস থেকে বিতাড়িত করব।আমাদের ছাত্ররা ক্যাম্পাসে চাঁদাবাজি চায়না।আমরা গেস্টরুম চাইনা, আমরা ভাই পলিটিক্স চাইনা।আমরা চাই ক্যাম্পাস সবসময় শিক্ষা শান্তিতে সুস্থ পরিবেশে থাকবে।

Leave a Reply

scroll to top