ঈদে ‘জিম্মি’ নিয়ে আসছেন জয়া আহসান

জয়া আহসান জিম্মি ওয়েব সিরিজ
২৪ ঘণ্টা বাংলাদেশ

বাংলাদেশ ও ভারতের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার ঈদে আসছেন নতুন ওয়েব সিরিজ ‘জিম্মি’ নিয়ে। এটি পরিচালনা করেছেন খ্যাতনামা নির্মাতা আশফাক নিপুন, এবং সিরিজটি ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেতে যাচ্ছে।

সাম্প্রতিক বছরগুলোতে দেশীয় কাজ নিয়ে জয়ার ব্যস্ততা তুলনামূলকভাবে কম ছিল, বিশেষ করে ঈদকে কেন্দ্র করে নতুন কোনো প্রজেক্টে তাকে দেখা যায়নি। তবে এবার ঈদুল ফিতরে তার অভিনীত ‘জিম্মি’ মুক্তির ঘোষণা দিয়েছে হইচই।হইচই সম্প্রতি তাদের ফেসবুক পেজে পরিচালক আশফাক নিপুনের কয়েকটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছে—

“এই ঈদে কী হবে?
‘জিম্মি’ আসছে! যা বানিয়েছেন আশফাক নিপুন এবং যা মিস করা একদম চলবে না।”

এতেই বোঝা যায়, সিরিজটি নিয়ে প্ল্যাটফর্মটির আগ্রহ ও দর্শকদের জন্য এটি হতে যাচ্ছে ঈদের বিশেষ চমক।

‘জিম্মি’ ওয়েব সিরিজে জয়া আহসানকে একজন সরকারি নিম্নপদস্থ কর্মচারীর চরিত্রে দেখা যাবে, যিনি ১০ বছর ধরে কোনো প্রমোশন পাননি। তার সংসারে অর্থনৈতিক টানাপোড়েন চলছে, যেখানে তিনি এবং তার স্বামী জীবনযুদ্ধে লড়াই করছেন।

একদিন তিনি অফিসের স্টোররুমে একটি বাক্সভর্তি টাকা খুঁজে পান। এরপর সেই অর্থ ঘিরে শুরু হয় টানাপোড়েন, লোভ ও নৈতিকতার দ্বন্দ্ব। ধীরে ধীরে এই লোভের কাছে ‘জিম্মি’ হয়ে পড়ে তার চরিত্রটি।
‘জিম্মি’র পাশাপাশি জয়া আহসানের আরও কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে—

  • কলকাতায়: ‘ওসিডি’
  • বাংলাদেশে: ‘নকশী কাঁথার জমিন’, ‘জয়া আর শারমিন’, ‘ফেরেশতে’ ইত্যাদি।

এই ঈদে জয়া আহসান ভক্তদের জন্য ‘জিম্মি’ যে একটি বিশেষ উপহার হতে যাচ্ছে, তা বলাই বাহুল্য!

Leave a Reply

scroll to top