পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির পর অবশেষে আগামী ৯ এপ্রিল বুধবার থেকে শুরু হবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম। ইতোমধ্যে আবাসিক হলগুলো তে শিক্ষার্থীরা আসা শুরু করেছে।
গত ১৩ মার্চ থেকে শুরু হয়েছিলো বিশ্ববিদ্যালয়ের ঈদ উল ফিতর, শবে কদর এবং স্বাধীনতার দিবস উপলক্ষে টানা ২৬ দিনের ছুটি। ছুটি তে বেশিরভাগ শিক্ষার্থী বাড়িতে চলে গিয়েছিল। ফলে অনেকটাই ফাঁকা ছিলো ক্যাম্পাস এবং আবাসিক হল গুলো। অল্প কিছু শিক্ষার্থী বিভিন্ন কারণে বাড়ি যেতে পারেন নি তাদের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ঈদের দিন বিশেষ খাবারের আয়োজন করাও হয়েছিলো এবং শিক্ষকরা তাদের সার্বক্ষনিক খোঁজ খবর রেখেছিলো।
এদিকে বছরের দুটো ঈদ কে কেন্দ্র করে শিক্ষার্থীরা লম্বা ছুটি পেয়ে থাকে। ফলে পরিবারের সাথে ঈদ করার আনন্দে অনেক শিক্ষার্থীর মন উৎফুল্ল হয়ে যায়। কিন্তু যখন বাড়ি থেকে আবার তাদের ক্লাসের দিকে ফিরে আসতে হয় তখন ছুটি শেষে অনেকের মন খারাপ থাকে।
বিশেষ করে পরিবার ছেড়ে দূরে চলে আসতে হয় পড়ালেখার তাগিদে। এতে করে অনেক শিক্ষার্থী হীনমন্যতায় ভূগে। তবে কিছু শিক্ষার্থী আবার ক্যাম্পাসে বন্ধুদের সাথে আড্ডায় মেতে উঠতে পারবে সেই আনন্দেও অনেক কে খুশি হতে দেখা যায়।
উল্লেখ্য আগামী একাডেমিক কার্যক্রম শুরু হবার পর পরই সেমিস্টার ফাইনাল শুরু হবে বেশিরভাগ ডিপার্টমেন্টগুলো তে যার কারণে শিক্ষার্থীরা এবার একটু আগে আগেই ক্যাম্পাসে ফিরে আসছে।