আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে সপ্তাহিক ছুটি সহ টানা ৯ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানির কার্যক্রম। এদিকে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের পাস পোর্ট যাত্রী পাড়াপার স্বাভাবিক থাকরে।
হিলি স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক গ্রুপ একটি চিঠির মাধ্যমে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধের বিষয়টি জানিয়েছেন আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক।
তিনি জানান, মুসলমানদের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভারত ও বাংলাদেশের মাঝে আগামী (২৯ মার্চ) শনিবার থেকে (৫ এপ্রিল) শনিবার পর্যন্ত হিলিবন্দর দিয়ে দুই দেশের মাঝে আমদানি-রপ্তানির কার্যক্রম বন্ধ থাকবে। (৬ এপ্রিল) রবিবার থেকে আবারো পূনরায় আমদানি-রপ্তানি স্বাভাবিক হবে।
অন্যদিকে পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের সহকারী ব্যবস্থাপক অশিত কুমার শ্যানাল বলেন, ব্যবসায়ীদের পক্ষ থেকে বন্দরে ৮ দিনের ছুটি ঘোষনা করা হলেও ঈদ উপলক্ষে সরকার ঘোষিত ছুটি ছাড়া অন্যান্য দিন বন্দরের কার্যক্রম চালু থাকবে।
হিলি ইমিগ্রেশন ইনর্চাজ আরিফুল ইসলাম বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।