হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেতা টিকু তালসানিয়া। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার মধ্যরাতে হৃদরোগে আক্রান্ত হন টিকু। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ৭০ বছর বয়সি টিকু তালসানিয়ার অবস্থা আশঙ্কাজনক। তবে এর বেশি এখনও কিছু জানাননি তারা। এই মুহূর্তে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
থিয়েটারের মাধ্যমে অভিনয় জগতে আসেন টিকু। এরপর একে একে ছোট পর্দা ও পরবর্তীকালে বড় পর্দাতেও তার অভিনয়ের দক্ষতায় জনপ্রিয় হয়ে ওঠেন।
১৯৮৪ সালে প্রথম ধারাবাহিক ‘ইয়ে জো হ্যায় জ়িন্দেগি’ তে অভিনয় করেন তিনি। এরপর ১৯৮৬ সালে রাজীব মেহরার ‘প্যায়ার কে দো পল’ ছবির মাধ্যমে পড় পর্গদায় অভিনয়ে আসেন টিকু। ওই বছরেই আরও দুটি ছবিতে কাজ করেছিলেন তিনি।