আরেক মন্ত্রণালয়ের দায়িত্বে আলী ইমাম মজুমদার

New-Project-2025-01-20T203920.354.jpg
নিজস্ব প্রতিবেদক

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে।

আজ সোমবার(২০ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়,খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব অর্পণ করা হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ গত ২০ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করার পর থেকে এ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস।

গত বছরের ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর ১২ আগস্ট সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়।

পরে নভেম্বরে তাকে খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়।এবার যুক্ত হলো আরেক মন্ত্রণালয়।ফলে তিনি এখন থেকে খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন।

Leave a Reply

scroll to top