আয়কর রিটার্ন দাখিলের সময় বেড়েছে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত

New-Project-8-2.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ

আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আবারও বাড়ানো হয়েছে। দাখিল করার শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ মার্চ। রোববার (১৬ মার্চ) এ বিষয়ে পৃথক নির্দেশনা জারি করা হয়েছে বলে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল-আমিন শেখ নিশ্চিত করেছেন। কারিগরি ত্রুটির কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এ নিয়ে চতুর্থ দফায় রিটার্ন দাখিলের সময় বৃদ্ধি করা হলো। এর আগে রিটার্ন দাখিলের শেষ সময় ছিল আজ ১৬ মার্চ। আয়কর আইন, ২০২৩ অনুযায়ী, ২০২৪-২০২৫ করবর্ষের জন্য কোম্পানি ব্যতীত সব শ্রেণির করদাতার আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর। গত আগস্ট মাসের পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় নিয়ে দুই দফায় সময় বাড়ানো হয়েছিল।

প্রাপ্ত তথ্যমতে, ২৫ জানুয়ারি পর্যন্ত ব্যক্তি ও কোম্পানি পর্যায়ের ৩৩ লাখ ৯৮ হাজার ৯৩৭ জন রিটার্ন জমা দিয়েছেন। এর বিপরীতে রাজস্ব আদায় হয়েছে পাঁচ হাজার ৯ কোটি টাকা। গত বছরের একই সময়ে এই রিটার্নের সংখ্যা ছিল ৩২ লাখ ৪৮ হাজার ১৮৩। রাজস্ব আদায় হয়েছিল চার হাজার ৭০৫ কোটি টাকা। গত বছরের একই সময়ের তুলনায় রিটার্ন জমা ও আদায়ের পরিমাণ বৃদ্ধি পেলেও প্রত্যাশার তুলনায় কম।

এনবিআর কর্মকর্তারা বলছেন, করদাতারা অনলাইনে রিটার্ন জমা দিতে আগ্রহী। তবে পদ্ধতিগত কিছু ত্রুটি থাকায় অনেক করদাতাকে সার্কেল অফিসে এখনো যেতে হচ্ছে। সংশোধনী রিটার্নের সুযোগ না থাকা, রেজিস্ট্রেশনে সমস্যা, রিটার্নের ফাইনাল প্রিভিউ ডাউনলোডে সমস্যা, স্বর্ণ বা ফার্নিচারের মূল্য অজানা অপশন না থাকায় শূন্য দেওয়া, কলসেন্টারে ফোন দিয়ে কাঙ্ক্ষিত সেবা না পাওয়া, সমন্বয়ের সমস্যা, পাসওয়ার্ড রিসেটে হয়রানি, গতবারের সম্পদের বিবরণ দেখতে না পাওয়া, সঞ্চয়পত্র, ডিপিএস, এফডিআরের ডাটা ইনপুটে জটিলতাসহ নানা সমস্যার চিত্র তুলে ধরছেন করদাতারা।

এনবিআর থেকে পাওয়া সর্বশেষ হিসাব অনুযায়ী অনলাইন রিটার্ন দাখিলের সংখ্যা ১২ লাখ ছাড়িয়েছে। এ বছর জাতীয় রাজস্ব বোর্ড বিশেষ আদেশের মাধ্যমে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অবস্থিত সব সরকারি কর্মচারী, সারাদেশের সব তফসিলি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা, সব মোবাইল টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে কর্মী এবং বহুজাতিক কোম্পানিতে কর্মরত কর্মরতদের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করা হয়ে

২০২৪-২৫ করবর্ষের রিটার্ন দাখিল ও কর পরিপালন সহজীকরণের লক্ষ্যে এনবিআর গত ৯ সেপ্টেম্বর থেকে অনলাইন রিটার্ন দাখিল সিস্টেম (ই-রিটার্ন) করদাতাদের জন্য উন্মুক্ত করা হয়। এখন থেকে ওই সিস্টেম দিয়ে নির্ধারিত চার্জ দিয়ে অনলাইনেই আয়কর পরিশোধ করতে পারবেন করদাতারা।

Leave a Reply

scroll to top