অনেক দিন ধরেই আড়ালে আছেন ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভিন পপি। প্রথম দিকে পপির এ অনুপস্থিতিকে স্বাভাবিক মনে করেছিলেন সংশ্লিষ্টরা। কিন্তু সময় যতই এগোতে থাকে তাকে ঘিরে ধোয়াশা তৈরি হতে থাকে। নায়িকার আড়ালে যাওয়ার রহস্য খুজতে বেরিয়ে এসেছে তার গোপন সংসার ও সন্তান জন্মের খবর। সম্প্রতি আলোচনায় এসেছেন পৈতৃক জমি দখলের ইস্যুতে। পপির বিরুদ্ধে থানায় জিডি করেছেন মেজো বোন ফিরোজা পারভীন।
এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন পপি। কয়েক বছর ধরেই আড়ালে ছিলেন ঢাকাই ছবির আলোচিত এ নায়িকা। স্বামীকে নিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগের পর আলোচনায় আসেন তিনি। এইবার বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি এক ভিডিও বার্তায় এটি নিয়ে ফেসবুকে দীর্ঘ বক্তব্য রেখেছেন পপি। সেখানে তিনি পরিবারের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, আমি ২৮ বছর ধরে চলচ্চিত্রতে কাজ করছি। কিন্তু আজকে আমি নিজেকে একজন ব্যর্থ মানুষ হিসেবে মনে করছি। কারণ এতদিন যাদের জন্য (মা-বোন-ভাই) কাজ করেছি তারা সবাই আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছেন।
পপি্ আরো বলেন, আমি বাবা, মা, ভাই,বোনদের অনেক ভালোবাসি। কিন্তু তাদের মাধ্যমে আমি প্রতারিত হয়েছি। আমার সমস্ত অর্থ তারা নিয়ে গিয়েছে। আমার টাকা দিয়ে কেনা সম্পত্তি পরিবারের সদস্যদের নামে করা ছিল। আমার দেহ ছাড়া সব কিছু তাদের নামে করে দিয়েছি। কাদতে কাদতে নায়িকা বলেন, মানুষের বেচে থাকার জন্য কিছু প্রয়োজন হয় কিন্তু আমার জানটাই ছিল শুধু। আমি যাদের কোলে পিঠে মানুষ করেছি তারা আমাকে খুন করার চেষ্টা করেছিল। আমার ভাইবোন আমাকে খুন করার জন্য লোক ভাড়া করেছিল।
পপি বলেন, একটা মানুষ যখন মেশিন নিয়ে পরিণত হয় তখন তার মূল্য মেশিন হিসেবে থাকে। মানুষ হিসেবে থাকে না। আমার বাবা-মা আমার সঙ্গে অনেক বড় বিশ্বাসঘাতকা করেছে। আমার সব টাকা-পয়সা বোনের অ্যাকাউন্টে ছিল তারপরও কিছু বলিনি। ২০০৭ সালের ঘটনা বলছি। তখন জানতে পারলাম কোন কিছুই আমার নেই। তখন সিনেমার মুরুব্বীরা মিলে সবকিছু ঠিকঠাক করে দিয়েছিলেন।
তিনি বলেন, আমার পরিবারের কথা এভাবে বলতে নিজের কাছেই খারাপ লাগছে। প্রশ্ন নিয়ে পপি বলেন, কাদের নামে অভিযোগ করব, অভিযোগ করে বাইরের মানুষের নামে। যেহেতু আমার ভাই,বোন, বাবা,মাকে আমি অনেক ভালোবাসি তাই তাদের প্রতি কোনো অভিযোগ নেই। তাদের দ্বারা আমার জীবনে অনেক কিছু ফেস করেছি তার সাথে নির্যাতিত, লাঞ্ছিত ও অপমানিত হয়েছি।
এছাড়া পপি নিজের বোনের বিরুদ্ধে নেশা দ্রব্যের ব্যবসার সঙ্গে জড়িত বলেও অভিযোগ করেন। তার মায়ের সহযোগিতায় বোন অবৈধ ব্যবসা করত। পপির পালিত ভাই তাকে ও তার বাবাকে মারধর করেন বলে অভিযোগ করেন।