আমরা এমন বাংলাদেশ চাই যেখানে ক্ষমতা থাকবে জনগণের হাতে: ডা. তাসনিম জারা

New-Project-2025-03-01T164409.157.jpg
নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। শুক্রবার বিকালে সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে জমায়েতের মাধ্যমে বহুল কাঙ্ক্ষিত এ পার্টির আত্মপ্রকাশ ঘটে।

ডা. তাসনিম জারা বলেছেন, আজকে আমরা শুধু নতুন একটা রাজনৈতিক দল ঘোষণা করছি না, একটা নতুন রাজনৈতিক পথচলা শুরু করছি। আমরা নতুন ধরনের রাজনীতি করতে এসেছি, বিগত বছর গুলোতে রাজনীতির অর্থ ছিল ক্ষমতার খেলা, জনগণের সাথে পতারণা। অনেক সময়ই স্বার্থের লেনদেন। আমরা সেই রাজনীতির অবসান চাই। আমরা এমন রাজনীতি চাই, যেখানে শুধুমাত্র কোনো ব্যক্তি বা পরিবারের স্বার্থ সংরক্ষিত হবে না। রাজনীতি হবে মানুষের পাশে দাঁড়ানো, জনগণের কথা বলা।

শুক্রবার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের সামনে জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন ডা. তাসনিম জারা।

ডা. তাসনিম জারা বলেন, আমরা চাই এমন বাংলাদেশ গড়তে যেখানে মানুষ বলবে না যে সব দলই এক। কারণ আমরা ক্ষমতা দখলের জন্য রাজনীতি করতে আসেনি। আমরা রাজনীতি করতে এসেছি জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেবার জন্য। এমন বাংলাদেশ চাই যেখানে যে কেউ তার যোগ্যতা, সততা এবং জনগণের সমর্থন নিয়ে মানুষের নেতৃত্ব দিতে পারবে, নেতা হয়ে উঠতে পারবে, তার ব্যক্তি বা পরিবার পরিচয় মুখ্য হবে না।

তিনি বলেন, আমরা এমন বাংলাদেশ চাই যেখানে ক্ষমতা শুধুমাত্র কোনো ব্যক্তি বা পরিবারে কুক্ষিগত থাকবে না। ক্ষমতা থাকবে জনগণের হাতে।

তিনি আরও বলেন, আমরা এমন বাংলাদেশ চাই যেখানে স্বাস্থ্য এবং শিক্ষা কারও পণ্যে পরিণত হবে না। সেটা সবার অধিকার, নাগরিক অধিকার সবার সমান থাকবে। বাংলাদেশ বদলাবেই, শিঘ্রই বদলাবে, এবার অবশ্যই বদলাবে, আপনাদের হাত ধরেই বদলাবে।

সকাল থেকেই স্লোগানে স্লোগানে মিছিল নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হন বিপুলসংখ্যক ছাত্র-জনতা। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘিরে পতাকা হাতে নিয়ে, মাথায় পতাকা বেঁধে মিছিল নিয়ে তারা উচ্ছ্বাস করেন।

ডা. তাসনিম জারা জনপ্রিয় স্বাস্থ্যবিষয়ক কনটেন্ট ক্রিয়েটর।

তাসনিম জারা যুক্তরাজ্যের কেমব্রিজের একজন চিকিৎসক ও ‘সহায় হেলথ’-এর সহপ্রতিষ্ঠাতা। তিনি বাংলাদেশের শীর্ষ মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি সম্পন্ন।

Leave a Reply

scroll to top