আপন চাচীকে নিয়ে পালালেন ভাতিজা

New-Project-67-2.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

পিরোজপুরের নাজিরপুরে আপন চাচিকে নিয়ে পালালেন রায়হান হাওলাদার (৩০)

দীর্ঘদিন পরকীয়া  সম্পর্কের পর গত শনিবার (১৭ জানুয়ারি) গভীর রাতে তারা উধাও হয়ে যান বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। ওই মহিলার একটি কন্যা সন্তান(৪)  আছে বলে জানা যায়। বিষয়টি নিয়ে এরইমধ্যে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকায় নিন্দার ঝড়।

এ বিষয়ে ওই মহিলার স্বামী সুমন খান বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) নাজিরপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় ছয় বছর আগে ওই নারীর সাথে বিয়ে হয় সুমন খানের। বিয়ের দুই মাস পরে চাকরিতে চলে যান সুমন। এ সুযোগে ভাতিজার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন তার স্ত্রী।

বিষয়টি জানাজানি হলে সুমনের পরিবার থেকে রায়হানকে ও তার স্ত্রীকে সতর্ক করা হয়। কিন্তু তাতে তিনি সাড়া না দিয়ে স্বামীর নগদ টাকা ও স্বর্ণালংকার এবং চার বছরের একটি কন্যা সন্তান নিয়ে রায়হানের সঙ্গে পালিয়ে যান।

সুমন খান বলেন, আমার স্ত্রী যাওয়ার সময় সাথে করে নগদ প্রায় আড়াই লাখ টাকা, স্বর্ণালংকার এবং আমার কন্যা সন্তানকে নিয়ে আমার ভাতিজার সঙ্গেই পালিয়েছে। এই কষ্টের কথা কার কাছে বলবো।

এলাকাবাসী সংবাদিকদের বলেন, এমন কাজ কোন সুস্থ মানুষ করতে পারে না। তাদের শাস্তি দাবি করছি।

বিষয়টি নিশ্চিত করে নাজিরপুর থানার এএসআই আব্দুল মজিদ জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

scroll to top