নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ স্লোগান নিয়ে ১১ জানুয়ারি পর্দা ওঠে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩তম আসসের।৯ দিনব্যাপী ৭৫ দেশের ২২০টি চলচ্চিত্র নিয়ে এ উৎসবের আয়োজন করে রেইনবো চলচ্চিত্র সংসদ। বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরপূর্তি উপলক্ষে এ বছর উৎসবের ফোকাস কান্ট্রি ছিল চীন।
২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামছে ।রাজধানী ঢাকার ছয়টি ভেন্যুতে উৎসব চলাকালে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার, সমালোচক, সাংবাদিক, বিভিন্ন দেশের দূতাবাসগুলোর কর্মকর্তাসহ দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশ নিয়েছেন। দর্শকরা বিনামূল্যে দেশি-বিদেশি এসব সিনেমা উপভোগ করেন।
আজ বিকেল ৪টায় সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে পর্দা নামবে উৎসবের। সমাপনী অনুষ্ঠানে সেরা সিনেমার নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সভাপতিত্ব করবেন বিইআরসির চেয়ারম্যান ও উৎসবের নির্বাহী সদস্য জালাল আহমেদ। এ ছাড়া থাকবেন উৎসবের চেয়ারপারসন কিশওয়ার কামাল, উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামালসহ অনেকে।
সমাপনী দিনে জাতীয় জাদুঘরের মূল হলে সন্ধ্যা ৭টায় সমাপনী চলচ্চিত্র হিসেবে থাকছে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কারজয়ী ইকবাল হোসাইন চৌধুরী পরিচালিত নাসির উদ্দিন খান অভিনীত ‘বলী’।