আইপিএলের উদ্বোধনীতে কারা থাকছেন

New-Project-5-3.jpg
মো: আল মামুন

২২ মার্চ কলকাতার ইডেন গার্ডেনে হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) উদ্বোধনী অনুষ্ঠান। এবারের উদ্বোধনীতে দেখা যাবে একঝাঁক তারকাকে। কারা থাকছেন এই আয়োজনে? জেনে নেওয়া যাক ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে।প্রথম ম্যাচে স্বাগতিক কেকেআরের মুখোমুখি হবে আরসিবি। তার আগেই হবে উদ্বোধনী অনুষ্ঠান। এবারের আয়োজনে বিশেষ চমক রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।জানা গেছে, আগামী শনিবার এই আয়োজনে ইডেনে একসঙ্গে উপস্থিত থাকতে চলেছেন শাহরুখ খান ও সালমান খান। শাহরুখ আসবেন নিজের দল কেকেআরের খেলোয়াড়দের উৎসাহ দিতে।

সালমান আসবেন নিজের নতুন ছবি ‘সিকান্দার’-এর প্রচারে। এ ছাড়া অতিথির তালিকায় রয়েছেন সঞ্জয় দত্ত, সাইফ আলী খান, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, প্রিয়াঙ্কা চোপড়া, মাধুরী দীক্ষিত, কারিনা কাপুর খান, সারা আলী খান, উর্বশী রাউতেলা, আয়ুষ্মান খুরানারা। তবে এসব তারকারা উপস্থিত থাকবেন খেলা দেখতে, তাঁরা পারফর্ম করবেন কি না, তা নিশ্চিত নয়।

আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, করণ অউজলা, দিশা পাটানি, শ্রদ্ধা কাপুর ও বরুণ ধাওয়ান পারফর্ম করবেন। ওয়ান রিপাবলিক পারফর্ম করবে করণ অউজলা ও দিশা পাটানির সঙ্গে।

এবারের আসরে অংশ নিচ্ছে ১০টি দল—চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, গুজরাট টাইটান্স, কলকাতা নাইট রাইডার্স, লক্ষ্‌ণৌ সুপার জায়ান্টস, মুম্বাই ইন্ডিয়ান্স, পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদ। মোট ৭৪টি ম্যাচ ১৩টি ভেন্যুতে খেলবে দলগুলো। আইপিএলের গ্র্যান্ড ফাইনাল হবে আগামী ২৫ মে।

Leave a Reply

scroll to top