ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক অপরাজেয় বাংলার সামনে আজ(১০ এপ্রিল, ২০২৫) বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন সাদা দল। ফিলিস্তিনে ইসরায়েলের চলমান হামলা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।
বক্তব্যে শিক্ষকরা বলেন, “ফিলিস্তিনে গণহত্যা চলছে, আর বিশ্ব নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট—আমরা ফিলিস্তিনের পক্ষে।”
সমাবেশে বক্তব্য রাখেন সাদা দলের অন্যতম নেতা অধ্যাপক মোর্শেদ হাসান খান। তিনি বলেন, “আজকে মানবতা রক্তাক্ত, ফিলিস্তিনে ইতিহাসের নৃশংসতম গণহত্যা চলছে। আমাদের শুধু বিবেক নয়, প্রতিবাদ করাও নৈতিক দায়িত্ব। আমরা যদি মানুষের পক্ষে, অধিকারবঞ্চিতদের পক্ষে কথা না বলি, তবে শিক্ষকের দায় পালন করি কীভাবে? প্রয়োজন হলে আমরা ফিলিস্তিনের জন্য যুদ্ধেও যাব—আমরা প্রস্তুত।”
অধ্যাপক মোর্শেদ আরও বলেন, “অপরাজেয় বাংলা আমাদের জাতীয় প্রতিরোধের প্রতীক। আজ এখান থেকে আমরা নতুন প্রজন্মকে বলছি—মানবতার পক্ষে দাঁড়াও, নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়াও।”
মিছিলে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের পতাকা, প্রতিবাদী প্ল্যাকার্ড ও ব্যানার হাতে ‘ফ্রি ফিলিস্তিন’, ‘গাজায় গণহত্যা বন্ধ করো’, ‘ইসরায়েল নিপাত যাক’ ইত্যাদি স্লোগান দেন।
প্রসঙ্গত, সাদা দলের পক্ষ থেকে সরকারের প্রতি আহ্বান জানানো হয়, যেন বাংলাদেশ ফিলিস্তিনের পক্ষে আন্তর্জাতিক পরিসরে আরও দৃঢ় ভূমিকা রাখে এবং ইসরায়েলের যুদ্ধাপরাধের বিচার দাবি করে