অক্ষয়ের সঙ্গী সারার প্রেমিক বীর

New-Project-49-1.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

ভারতীয় বায়ুসেনা অফিসারের ভূমিকায় আবারও অক্ষয় কুমার। এইবার তার সঙ্গী বীর পাহাড়িয়া। ছবিতে থাকছেন সারা আলি খান ও নিমরাত কৌর। সাম্প্রতিক সময়ে রুপোলি পর্দায় একাধিকবার দেশপ্রেমের ভাবনা ফুটিয়ে তুলেছেন অক্ষয় কুমার। এর জেরে মর্ডান সময়ে ভারত কুমার বলা হয় তাকে।

বক্স অফিসে গত বছর হিটের মুখ দেখেননি নায়ক তবে নতুন বছরের শুরুতে ‘স্কাই ফোর্স’ নিয়ে হাজির হচ্ছেন অক্ষয়, যে ছবিতে ফুটে উঠবে ভারতের প্রথম এয়ার স্ট্রাইকের হাড়হিম করা ঐতিহাসিক কাহিনি। সন্দীপ কেলওয়ানি ও অভিষেক কাপুর পরিচালিত ‘স্কাই ফোর্স’-এর প্রথম ঝলক মুক্তি পেল রবিবার। মারকাটারি সংলাপ আর অ্যাকশন ইমোশনে ভরপুর এই রোমহর্ষক ট্রেলার।

অক্ষয় কুমার এয়ারফোর্সের অফিসার। পাকিস্তানের হাতে বেশ কয়েকজন ভারতীয় সেনা নিহত হওয়ার পর শত্রুদের থেকে প্রতিশোধ নিতে মরিয়া তিনি। শান্তিপ্রিয় ভারত আক্রমণ করবেন না, এই মানসিকতা বদলানোর দরকার সিনিয়রদের সরসারি জানান তিনি। অক্ষয় বলেন, একগালে চড় খেলে অন্য গাল রাজনৈতিক নেতারা বাড়িয়ে দেন, সৈনিকরা নয়।

এই ছবির সঙ্গেই বলিউডে পা রাখছেন বীর পাহাড়িয়া। সারা আলি খানের সঙ্গে বর্তমানে তার প্রেমচর্চা তুঙ্গে। এই ছবিতে ভারতীয় বিমানবাহিনীর তরুণ অফিসারের চরিত্রে দেখা যাবে তাকে। বীর এবং অক্ষয় তখন দল বেধে শত্রুদের বিরুদ্ধে মিশনে যান, সেই সময় নিখোজ হয়ে যান বীর। ছবিতে বীরের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন সারা আলি খান যিনি সন্তান কোলে স্বামীর জন্য অপেক্ষা করছেন। অক্ষয়ের বিশ্বাস বেচে আছেন বীর, এবং তার ফেরানোর জন্য উচ্চ পদস্থ আধিকারকিদের পাকিস্তানের উপর চাপ দেওয়ার কথা জানান তিনি।

ভারতের প্রথম এবং সবচেয়ে মারাত্মক বিমান হামলার কাহিনী। মিশন স্কাই ফোর্স, সিনেমা হলে আসছে ২৪ জানুয়ারি ২০২৫। যা প্রযোজনা করেছেন দীনেশ বিজন, জ্যোতি দেশপাণ্ডে এবং অমর কৌশিক।

Leave a Reply

scroll to top