রিট খারিজ, মেয়র হিসেবে ইশরাককে শপথ পড়াতে বাধা নেই

New-Project-47-2.jpg

ইশরাককে শপথ পড়াতে বাধা নেই

২৪ ঘণ্টা বাংলাদেশ

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ নিতে বাধা দিতে হাইকোর্টে করা রিট আবেদন খারিজ হয়ে গেছে। বৃহস্পতিবার (২১ মে) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এই আদেশের ফলে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ গ্রহণে আর কোনো আইনগত বাধা থাকল না বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন। অন্যদিকে, ইশরাকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও আইনজীবী কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মাহফুজুর রহমান ও খান জিয়াউর রহমান।

রিট আবেদনটি দাখিল করা হয় ১৪ মে, মো. মামুনুর রশিদ নামে এক ব্যক্তির পক্ষে। রিটে ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ না পড়াতে নির্দেশনা চাওয়া হয়। একইসঙ্গে তার জয় ঘোষণা করা রায় স্থগিত এবং আইন মন্ত্রণালয়কে নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে নির্দেশনারও আবেদন জানানো হয়।

প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিজয়ী হন। তবে ২০২৪ সালের ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল ওই ফল বাতিল করে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করেন।

পরে রায়ের কপি পাওয়ার পর নির্বাচন কমিশন (ইসি) ২২ এপ্রিল গেজেট প্রকাশের আগে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায়। কিন্তু পরামর্শ পাওয়ার আগেই, ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করে ইসি।

এই রায় ও গেজেটের বৈধতা নিয়েই হাইকোর্টে রিট করা হয়েছিল, যা আজ খারিজ হয়ে গেল।

Leave a Reply

scroll to top