খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) উপাচার্য বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেয়া চার শিক্ষার্থীকে শনিবার (২৬ এপ্রিল) রাতে মারধর করা হয়েছে। আহত শিক্ষার্থীরা বর্তমানে কুয়েটের মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।
আহতরা হলেন- ১৯ ব্যাচের শিক্ষার্থী মো. ওবায়দুল্লাহ, মুজাহিদুল ইসলাম, গালিব রাহাত ও মোহন।
আন্দোলনের নেতৃত্বদানকারী শিক্ষার্থী রাহাতুল ইসলাম জানান, শনিবার রাত সোয়া ৮টার দিকে তারা চারজন ক্যাম্পাসের বাইরে ফুলবাড়িগেট বাসস্ট্যান্ড এলাকায় খাবার খেতে গিয়েছিলেন। এ সময় ১০-১২ জনের একটি দল তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা ‘উপাচার্যকে কেন নামিয়েছিস’ বলে অভিযোগ তুলে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত সরে যায়।
ঘটনার পর আহত চারজনকে উদ্ধার করে কুয়েটের মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়।
এ বিষয়ে খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কবীর হোসেন সাংবাদিকদের জানান, ঘটনাটি জানার পর হামলাকারীদের ধরতে অভিযান চালানো হচ্ছে।