শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে Voice for Justice এর উদ্যোগে দরিদ্র শিশুদের মধ্যে ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হয়।
১৩ মার্চ বিকাল ৫ টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোশাল সাইন্স বিল্ডিং এর সমাজ বিজ্ঞান বিভাগের ২০২ নং কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ভিত্তিক জনকল্যাণ মূলক সংগঠন Voice for Justice বিভিন্ন কর্মসূচীর অংশ হিসেবে ক্যাম্পাসের আশেপাশের দরিদ্র শিশুদের মধ্যে ঈদ উপহার প্রদান করে। এর আগে রমজানের শুরু থেকেই Voice for Justice এর উদ্যোগে প্রতিদিন ইফতারের আগে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে ইফতার বিতরণ কর্মসূচী পালন করা হয় ।
এরই ধারাবাহিকতায় ঈদ উপহার বিতরণ কর্মসূচী পালন করা হয়। পাশাপাশি শিশুদের জন্য ইফতারের ব্যবস্থাও করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষক আবদুল্লাহ আল মুমিন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবের সাংবাদিক সহ আরো অনেকেই।
এসময় সিএসই ডিপার্টমেন্টের শিক্ষক আবদুল্লাহ আল মুমিন বলেন, ” Voice for Justice ক্যাম্পাসে অনেক জনকল্যাণ মূলক কাজ করছে। আমি শুরু থেকেই এই সংগঠনের দিকনির্দেশনা মূলক পরামর্শ দিয়ে আসছি। তাদের কাজগুলো আমার কাছে খুবই প্রসংশনীয় মনে হয়। তারা যেনো সামনে আরো ভালো কিছু করতে পারে সেই প্রত্যাশা এবং দোয়া রইলো।
সংগঠনটির সভাপতি পদার্থ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শুভ বলেন, ” আমরা আমাদের সংগঠন টি করেছি সমাজের সকল অন্যায়ের বিরুদ্ধে ভয়েস তোলার জন্য। তাছাড়া মানুষের কল্যাণে কিভাবে কাজ করা যায় সেই প্রচেষ্টা আমাদের সবসময় থাকবে। আমরা সবসময় সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে তাদের জন্য কাজ করতে চাই। এজন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করি।