‘আপ বাংলাদেশ’ আহ্বায়ক কমিটি ঘোষণা: জাবি থেকে প্রতিনিধিত্ব করছেন চার শিক্ষার্থী

New-Project-2-3.jpg

জাবি থেকে প্রতিনিধিত্ব করা চার শিক্ষার্থী

জাবি প্রতিনিধি

গণতন্ত্র প্রতিষ্ঠা ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রত্যয়ে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ’ বা সংক্ষেপে ‘আপ বাংলাদেশ’। তরুণদের নেতৃত্বে গঠিত এই সংগঠনটি দেশের সাম্প্রতিক স্বৈরাচারবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় গড়ে উঠেছে। ৯ মে, শুক্রবার ৮২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণার মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

কমিটিতে আহ্বায়ক মনোনীত হয়েছেন আলী আহসান জুনায়েদ এবং সদস্যসচিব হয়েছেন আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ। আহ্বায়ক কমিটিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী অন্তর্ভুক্ত হওয়ায় রাজনৈতিক সচেতনতা ও অংশগ্রহণের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়টির সক্রিয় ভূমিকা স্পষ্ট হয়েছে।

জাবি থেকে মনোনীত চার সদস্য হলেন: নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী মো. সুয়াইব হাসান, ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) বিভাগের ৪৬তম ব্যাচের তানভীর আহমেদ কল্লোল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৬তম ব্যাচের মুরাদ হোসেন এবং পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী মো. শাহজালাল (ফারাবি)।

কমিটিতে অন্তর্ভুক্তির বিষয়ে মো. সুয়াইব হাসান জানান, ‘ফ্যাসিবাদ, ধর্মবিদ্বেষ, দুর্নীতি ও আধিপত্যবাদের বিরুদ্ধে একটি গণতান্ত্রিক ও ন্যায়ের বাংলাদেশ গঠনের লক্ষ্যে আমরা কাজ করে যাব। বিশ্ববিদ্যালয় শাখার তরফ থেকে আমরা দেশের ও জাবির শিক্ষার মান উন্নয়ন, মতপ্রকাশের স্বাধীনতা এবং সুস্থ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে সচেষ্ট থাকব।’

তানভীর আহমেদ কল্লোল বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আপ বাংলাদেশ একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজনীতির প্রতিশ্রুতি দেয়। আমরা বিশ্বাস করি, মেধার মূল্যায়নের ভিত্তিতে বাংলাদেশি পরিচয়কে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য এ প্ল্যাটফর্ম যথাযথ ভূমিকা রাখবে।’

কমিটির আরেক সদস্য মুরাদ হোসেন উল্লেখ করেন, ‘জুলাইয়ের ঘটনাবলিতে যাঁরা আহত বা নিহত হয়েছেন, তাঁদের জন্য রাষ্ট্রীয়ভাবে এখনো সঠিক বিচার বা সহায়তা নিশ্চিত হয়নি। এই ব্যর্থতা শুধু ইন্টেরিম সরকারের নয়, বরং সংশ্লিষ্ট সব রাজনৈতিক ও নাগরিক সংগঠনের। এই বাস্তবতায়, আমাদের লক্ষ্য হবে একটি গণমুখী, সমঅধিকারের ও মানবিক বাংলাদেশ বিনির্মাণ।’

Leave a Reply

scroll to top