জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ২৯তম জাতীয় কারাতে প্রতিযোগিতায় ২০২৫ স্বর্ণপদক জিতেছেন।
জবির নাট্যকলা বিভাগের শিক্ষার্থী জর্জিস আনোয়ার ও মারজান আক্তার। তারা ১৫ ও ১৪ তম আবর্তনের শিক্ষার্থী।
জর্জিস আনোয়ার নাইম পুরুষদের ৬৭ কেজি ওজন শ্রেণিতে এবং মারজান আক্তার নারীদের -৬৮ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণপদক জয় করেন। নিজের অনুভূতি জানিয়ে জর্জিস আনোয়ার নাইম বলেন, “প্রথমেই মহান আল্লাহর প্রতি শুকরিয়া। এর আগে ২৬তম জাতীয় কারাতে প্রতিযোগিতা এবং বাংলাদেশ গেমসে স্বর্ণপদক পেয়েছিলাম। কিন্তু ২৮তম জাতীয় প্রতিযোগিতায় রৌপ্য পদক অর্জন করায় আমি ১৯তম এশিয়ান গেমসের জাতীয় দলে সুযোগ হারাই। সে সময়ে খুব হতাশ ছিলাম, কিন্তু কখনো আশা ছাড়িনি। প্রতিদিন কঠোর অনুশীলন করতাম, আর মনে মনে পড়তাম—‘হাসবুনাল্লাহু ওয়া নি’আমাল ওয়াকিল’। আল্লাহ আমাকে ফের এই স্বর্ণপদক দিয়ে সম্মান ফিরিয়ে দিয়েছেন। আমার এই অর্জনের পেছনে রমজান ওস্তাদের অবদান অনস্বীকার্য। প্রথম জাতীয় প্রতিযোগিতা থেকে শুরু করে এবারের জয়—সবখানেই তিনি আমার পাশে ছিলেন। মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাই।”
আরেক স্বর্ণপদক জয়ী মারজান আক্তার বলেন,“হয়তো এটাই আমার শেষ প্রতিযোগিতা। আমি শারীরিকভাবে খুব অসুস্থ, জানি না টিমে আর থাকতে পারব কিনা। খেলাকালীন অনেক আঘাত পেয়েছি, কিন্তু আলহামদুলিল্লাহ ভালোভাবে শেষ করতে পেরেছি।”
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, “বিজয়ীদের অভিনন্দন। এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি অনন্য অর্জন। আশা করি এই ধারা অব্যাহত থাকবে। আয়োজকদের ধন্যবাদ।”
বাংলাদেশ কারাতে ফেডারেশনের তত্ত্বাবধানে গত ৯ থেকে ১১ মে পর্যন্ত ঢাকার মিরপুরে তিনদিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা, বিশ্ববিদ্যালয় এবং সার্ভিসেস সংস্থাসহ মোট ৮৭টি দলের ৭৪০ জন খেলোয়াড় অংশ নেন। এর মধ্যে ২১টি ওজন শ্রেণিতে পুরুষ ৫১৭ জন এবং নারী ২২৩ জন প্রতিযোগিতা করেন।