রাজনৈতিক সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনার তদন্তে স্বাধীন কমিশন গঠন

ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন কি ও কেন গঠন করা হবে?

ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। truth commission bangladesh

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল

২৪ ঘণ্টা বাংলাদেশ

গুম, মানবতাবিরোধী অপরাধ জাতিগত সহিংসতা রুখতে দেশে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল

শনিবার (১০ মে) বিকেলে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত ‘গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ ২০২৫’-এর দ্বিতীয় খসড়ার ওপর মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন।

অধ্যাপক আসিফ নজরুল বলেন, ফরহাদ ভাই (ফরহাদ মজহার) বহুবার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের প্রয়োজনীয়তার কথা বলেছেন। আমি নিশ্চিত করতে চাই, এই কমিশন আমরা গঠন করব। জাতীয় ঐক্য, ন্যায়বিচার এবং অতীতের ভুলগুলো দূর করার জন্য এটি সময়োপযোগী পদক্ষেপ হবে।”

তিনি জানান, কমিশনের কাঠামো কার্যপদ্ধতি নির্ধারণে তিনি এবং প্রধান বিচারপতির নেতৃত্বে একটি প্রতিনিধি দল দক্ষিণ আফ্রিকা সফরে যাবে। সেখানকার অভিজ্ঞতা কাজে লাগিয়ে কমিশনকে কার্যকরভাবে গড়ে তোলা হবে।

আসিফ নজরুল আরও বলেন, এই কমিশনের মাধ্যমে আমরা গণহত্যাকারী মানবতাবিরোধী অপরাধীদের বিচারের মুখোমুখি করব। তারা সমাজের মূল ধারার অংশ নয়—এই সত্যকে প্রতিষ্ঠা করতে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন প্রয়োজন।”

তিনি বলেন, অনন্তকাল হানাহানি করে জাতির মুক্তি হবে না। জাতীয় ঐক্যই আমাদের একমাত্র পথ।”

সভায় আরও উপস্থিত ছিলেন মানবাধিকারকর্মী, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা।

Leave a Reply

scroll to top