নয়াদিল্লি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, তিনি ভারত-পাকিস্তানের পারমাণবিক সংঘাত থামাতে মধ্যস্থতা করেছিলেন এবং বাণিজ্যকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন—এ দাবি সরাসরি নাকচ করে দিয়েছে ভারত সরকার।
টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা গেছে, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, জম্মু-কাশ্মীর বা কেন্দ্রশাসিত অঞ্চলসংক্রান্ত যেকোনো বিরোধ ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিকভাবে সমাধানযোগ্য এবং এতে তৃতীয় পক্ষের মধ্যস্থতার সুযোগ নেই।
সিঙ্গাপুরে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত শিল্পক আম্বুলেও বলেন, ‘কাশ্মীর একটি দ্বিপাক্ষিক ইস্যু, আন্তর্জাতিক নয়।’ এর আগেও তিনি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
‘অবশেষে, ভারত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল: ট্রাম্প ভারত-পাক যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেননি’—এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে টাইমস অব ইন্ডিয়া। এতে বলা হয়, ৭ থেকে ১০ মে ‘অপারেশন সিন্দুর’ চলাকালে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় ঠিকই, তবে ট্রাম্পের বাণিজ্য হুমকি বা মধ্যস্থতার বিষয়টি কখনো আলোচনায় আসেনি।
তবে ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, ‘আমি বলেছিলাম, আমরা তোমাদের সঙ্গে অনেক বাণিজ্য করব, যদি যুদ্ধ থামাও। না থামালে কোনো ব্যবসা করব না।’ তাঁর দাবি অনুযায়ী, এই কথার পরই দুই দেশ যুদ্ধ থামাতে রাজি হয়।
ভারতের বক্তব্য, তাদের সামরিক সিদ্ধান্ত ছিল একান্তভাবেই দেশের নিজস্ব বিষয়। অন্যদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ট্রাম্পের নেতৃত্বের প্রশংসা করেছেন এবং যুক্তরাষ্ট্রের ভূমিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।