আজ কোথায় কী?

New-Project-8-2.jpg

রাজধানী

২৪ ঘণ্টা বাংলাদেশ

দেশের রাজনৈতিক পট পরিবর্তন পর থেকেই বেশ সক্রিয় হয় উঠেছে রাজধানী ঢাকা। ঢাকায় প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা এবং অনেক সংগঠন। প্রতিদিনের উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন। আজ বুধবার (৭ মে) দিনের শুরুতেই উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী রয়েছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।

পরিকল্পনা উপদেষ্টার কর্মসূচি

দুপুর আড়াইটায় শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করবেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

বিমান ও পর্যটন উপদেষ্টার কর্মসূচি

সকাল ৯টায় বাংলাদেশ শিশু হসপিটালে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।

আইজিপির কর্মসূচি

বিকেল ৩টায় বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনে ‘বাংলাদেশ পুলিশ বার্ষিক শুটিং প্রতিযোগিতা এবং আইজি কাপ-২০২৪’-এর চূড়ান্ত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইজিপি বাহারুল আলম।

ছাত্র অধিকার পরিষদের কর্মসূচি

বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জরুরি সংবাদ সম্মেলন কথা বলবেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা।

জাকের পার্টি ছাত্র ফ্রন্টের কর্মসূচি

বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জরুরি সংবাদ সম্মেলন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মসূচি

বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক। দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদের নেতৃত্বে প্রতিনিধি দলে থাকবেন প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের, প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফেজ মাওলানা হাসিবুর রহমান।

জুলাই ঐক্যের কর্মসূচি

বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী বিপ্লবীদের সাংবিধানিক নিরাপত্তা নিশ্চিত, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও বিচারের দাবিতে মানববন্ধন।

Leave a Reply

scroll to top