দেশের রাজনৈতিক পট পরিবর্তন পর থেকেই বেশ সক্রিয় হয় উঠেছে রাজধানী ঢাকা। ঢাকায় প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা এবং অনেক সংগঠন। প্রতিদিনের উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন। আজ বৃহস্পতিবার (১ মে) দিনের শুরুতেই উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী রয়েছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
জামায়াতের কর্মসূচি
আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে সকাল ৯টায় পল্টন মোড়ে বিশাল শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। এতে প্রধান অতিথি থাকবেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি থাকবেন জামায়াতের নায়েবে আমীর ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক সংসদ সদস্য আ ন ম শামুসল ইসলাম।
পুলিশের মতবিনিময় সভা
পুলিশ সপ্তাহ উদযাপন উপলক্ষে দুপুর ১২টায় রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে নাগরিকদের সঙ্গে ‘নাগরিক ভাবনায় জনতার পুলিশ: নিরাপত্তা ও আস্থার বন্ধন’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে মুখ্য আলোচক থাকবেন শিক্ষাবিদ ড. সলিমুল্লাহ খান। সভায় সভাপতিত্ব করবেন আইজিপি বাহারুল আলম।
মোটর ও বাইক শো
বেলা পৌনে ১১টায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় সেমস-গ্লোবাল আয়োজিত ১৮তম ঢাকা মোটর শো এবং ৯ম ঢাকা বাইক শোর উদ্বোধন হবে। এতে সভাপতিত্ব করবেন সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম।
মানববন্ধন
সকাল ১০টায় মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউন এলাকায় মানববন্ধন আয়োজন করা হয়েছে। এতে চন্দ্রিমা মডেল টাউন এবং ঢাকা উদ্যানের সকল ফ্ল্যাট ও প্লট গ্রহীতারা উপস্থিত থাকবেন।