দেশের রাজনৈতিক পট পরিবর্তন পর থেকেই বেশ সক্রিয় হয় উঠেছে রাজধানী ঢাকা। ঢাকায় প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা এবং অনেক সংগঠন। প্রতিদিনের উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন। আজ সোমবার (২৮ এপ্রিল) দিনের শুরুতেই উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী রয়েছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
ধর্ম উপদেষ্টার কর্মসূচি
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন হজ ফ্লাইট-২০২৫’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। সন্ধ্যা ৭টায় আশকোনা হজক্যাম্পে ‘হজ ফ্লাইট-২০২৫’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
শিক্ষা উপদেষ্টার কর্মসূচি
কারিগরি শিক্ষার মানোন্নয়ন: বৈশ্বিক প্রেক্ষাপটে সম্ভাবনা ও করণীয় শীর্ষক সেমিনার সকাল ৯টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
ডিএনসিসি প্রশাসকের কর্মসূচি
ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ ২টি কর্মসূচিতে উপস্থিত থাকবেন।
কর্মসূচি-১:
সকাল সাড়ে ১০টায় মিরপুর এলাকায় মোট ৪ কি.মি. রাস্তা, ৫ কি.মি. নর্দমা ও ১.৫ কি.মি. ফুটপাত নির্মাণ কাজের উদ্বোধন ও গণশুনানিতে অংশ নেবেন।
কর্মসূচি-২:
দূষণমুক্ত ও ন্যায্য নগর গঠনে নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক পলিসি ডায়লগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন প্রশাসক। নগর ভবনে দুপুর সাড়ে ১২টায় উপস্থিত হবেন তিনি। অনুষ্ঠানটি সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত চলবে।
রাজউক চেয়ারম্যানের কর্মসূচি
রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম সকাল সাড়ে ৯টায় নারায়ণগঞ্জে রাজউকের নতুন জোনাল অফিস উদ্বোধন ও নারায়ণগঞ্জে রাজউকের আওতাভুক্ত এলাকা পরিদর্শন করবেন।