দেশের রাজনৈতিক পট পরিবর্তন পর থেকেই বেশ সক্রিয় হয় উঠেছে রাজধানী ঢাকা। ঢাকায় প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা এবং অনেক সংগঠন। প্রতিদিনের উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন। আজ রোববার (২০ এপ্রিল) দিনের শুরুতেই উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী রয়েছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
ক্রীড়া উপদেষ্টার কর্মসূচি
অসুস্থ, আহত, অসমর্থ ক্রীড়াবিদ ও তাদের পরিবারের মাঝে মাসিক বা এককালীন ক্রীড়া ভাতার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিকেল ৪টায় পুরানা পল্টনে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিএনপির কর্মসূচি
জাতীয় সংসদের এল ডি হলে বেলা ১১টায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়াম হলে একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও বিরোধী দলীয় সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।
বেলা ৩টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিএনপির ভাইস চেয়ারম্যান মরহুম আব্দুল্লাহ আল নোমানের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এবি পার্টির কর্মসূচি
‘ওয়াসার দূষিত পানি, ভয়াবহ স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী’ বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন করবে আমার বাংলাদেশ (এবি) পার্টি। দুপুর ১২টায় বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য দেবেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। উপস্থিত থাকবেন পার্টির কেন্দ্রীয় সিনিয়র নেতৃবৃন্দ।
ঢাবিতে কর্মসূচি
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), ইউনান প্রাদেশিক শিক্ষা বিভাগ এবং ঢাকাস্থ চীনা দূতাবাসের যৌথ উদ্যোগে সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ‘ইউনান শিক্ষা ও স্বাস্থ্য প্রদর্শনী’র উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে চীনের সাংস্কৃতিক পরিবেশনা ও ডকুমেন্টারি প্রদর্শন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও চীনের বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।