দেশের রাজনৈতিক পট পরিবর্তন পর থেকেই বেশ সক্রিয় হয় উঠেছে রাজধানী ঢাকা। ঢাকায় প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা এবং অনেক সংগঠন। প্রতিদিনের উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন। আজ বৃহস্পতিবার (১৫ মে) দিনের শুরুতেই উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী রয়েছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
বিএনপির কর্মসূচি
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) হল ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে ঢাকার উত্তরাঞ্চল ছাত্র ফোরাম। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
এদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ অনুষ্ঠান বিলম্বের প্রতিবাদে সকাল ৯টায় নগর ভবনের প্রধান গেটের সামনে মানববন্ধন অনুষ্ঠিতত হবে। এতে
মহানগর দক্ষিণ কৃষক দলের নেতৃবৃন্দ ও থানা নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন।
রাজউক
দুপুর ১টায় ভবন দুর্ঘটনা হ্রাসের লক্ষ্যে আন্তঃসংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে পুরান ঢাকার তাঁতিবাজার এলাকা পরিদর্শন করবেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। আন্তঃসংস্থার প্রতিনিধিদের মধ্যে থাকবে রাজউক, গণপূর্ত বিভাগ, ফায়ার সার্ভিস, বিএসটিআই, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ওয়াসা, তিতাস গ্যাস, ডিপিডিসি।
কর্মশালা
সকাল ১০টায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এসএমই ফাউন্ডেশন এবং ইউএনডিপির উদ্যোগে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিগ্রস্ত সিএমএসএমই উদ্যোক্তাদের সহায়তায় মডেল কর্মসূচি প্রণয়নের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হবে। এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন মো. মুসফিকুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি থাকবেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার। কর্মশালায় বক্তব্য দেবেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী ও উপব্যবস্থাপনা পরিচালক নাজিম হাসান সাত্তার, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।
জাতীয় ঐকমত্য কমিশন
সকাল ১০টায় সংসদ ভবনের এলডি হলে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সঙ্গে আলোচনায় বসবে জাতীয় ঐকমত্য কমিশন।
অবস্থান কর্মসূচি
বেলা সাড়ে ১১টায় সরকারের দুই উপদেষ্টার এপিএস, পিও এবং গাজী সালাউদ্দিন তানভীরের দুর্নীতির তদন্তের অগ্রগতি জানতে দুর্নীতি দমন কশিন (দুদক) কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এতে গণঅধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।