দেশের রাজনৈতিক পট পরিবর্তন পর থেকেই বেশ সক্রিয় হয় উঠেছে রাজধানী ঢাকা। ঢাকায় প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা এবং অনেক সংগঠন। প্রতিদিনের উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন। আজ রোববার (১১ মে) দিনের শুরুতেই উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী রয়েছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
উপদেষ্টা এম সাখাওয়াতের কর্মসূচি
বিশ্ব মা দিবসে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল আয়োজন করছে বিশেষ অনুষ্ঠান ‘গরবিনী মা ২০২৫’। বেলা সাড়ে ১১টায় মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
বিএনপির কর্মসূচি
সরকারি সংস্থা “বাংলাদেশ ইনিস্টিউট অব প্ল্যানার্স” আয়োজনে সেমিনার বিকেল ৪টায় তোপখানা রোডের সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। প্রধান আলোচক থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুদ্ধপূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা শোভাযাত্রা বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হবে। প্রধান অতিথি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
ডিএনসিসির কর্মসূচি
বেলা ১১টায় মহাখালীতে ‘পৌরকর মেলা- ২০২৫’ উদ্বোধন করবেন ঢাকা উত্তর করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।
হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটির কর্মসূচি
সকাল ৯টায় মোহাম্মাদপুর সাত মসজিদের সামনে দরিদ্রদের মাঝে সেলাইমেশিন বিতরণ করবে সরকার নিবন্ধিত সেবা সংস্থা হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সংস্থার প্রধান উপদেষ্টা বেফাক মহাসচিব মুফতি মাহফুজুল হক ও উপদেষ্টা মাওলানা মামুনুল হকসহ বরেণ্য ব্যক্তিবর্গ।