জুলাইয়ের আন্দোলনে শহীদ ও আহতদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, তা অবশ্যই একটি জবাবদিহিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এসময় তিনি জোর দিয়ে বলেন, ভবিষ্যতে এ দেশে রাতে বা কোনো ডামি নির্বাচন হবে না এবং প্রধানমন্ত্রী পদে কেউ দুবারের বেশি থাকতে পারবেন না।
আজ রোববার (২৫ মে) চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজার এলাকায় এক পথসভায় এসব কথা বলেন তিনি।
হাসনাতের মতে, “ইউএনও-পুলিশ দিয়ে এ দেশে আর কোনো নির্বাচন হবে না।” তার এই বক্তব্য দেশের নির্বাচন পদ্ধতি এবং প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে চলমান বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে।
পথসভায় তিনি বলেন, “এই বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ, এই বাংলাদেশ বিনির্মাণে আমি আপনাদের সহযোগিতা চাই।” জনগণ এখন অনেক বেশি ক্ষমতাবান এবং কথা বলতে তারা আর কাউকে ভয় পায় না। তিনি নিজেকে ও তার দলকে জনগণের সন্তান হিসেবে আখ্যায়িত করে বলেন, যদি তারা কোনো ভুল করেন, জনগণ যেন তাদের সেই ভুল করে দিয়ে সংশোধন করে দেয়।
এনসিপির এই নেতা দৃঢ়ভাবে ঘোষণা করেন যে, তাদের নেতৃত্বে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে, “যে বাংলাদেশে জনগণই হবে সকল ক্ষমতার উৎস।” তার এই বক্তব্যের মাধ্যমে তিনি জনগণের সার্বভৌমত্বের উপর গুরুত্ব আরোপ করেছেন এবং একটি জনমুখী শাসনব্যবস্থার প্রতি তাদের অঙ্গীকার ব্যক্ত করেছেন।