আইন নিজের হাতে তুলে নেওয়া বরদাশত করা হবে না: ডিএমপি

New-Project-33-4.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ

আইন নিজের হাতে তুলে নেওয়ার যে কোনো প্রয়াস কঠোরভাবে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২০ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে রাজধানীর ধানমন্ডি থানায় সংবাদ আসে যে, ৪ নম্বর সড়কের একটি বাড়িতে কতিপয় ব্যক্তি জোরপূর্বক প্রবেশের চেষ্টা করছে।

খবর পেয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাৎক্ষণিক ঘটনাস্থলে যান। সেখানে ১৫ থেকে ২০ জন ব্যক্তি একত্র হয়ে বাড়ির গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছিল। পুলিশ তাদের নিবৃত্ত করার চেষ্টা করলে তারা উত্তেজিত হয়ে ওঠে এবং পুলিশের প্রতি মারমুখী আচরণ প্রদর্শন করে। অভিযুক্তরা মো. গোলাম মোস্তফা নামের একজন ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য পুলিশের ওপর চাপ প্রয়োগ করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে থানায় নিয়ে আসে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে, অভিযুক্ত ব্যক্তিরা ভবিষ্যতে এ ধরনের বেআইনি কর্মকাণ্ডে জড়িত হবে না—এই মর্মে লিখিত মুচলেকা প্রদান করলে তাদের বিকেল সাড়ে ৩টায় ছেড়ে দেওয়া হয়।

ডিএমপি স্পষ্টভাবে জানায়, কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন আইন নিজের হাতে তুলে না নেয়, তা নিশ্চিত করতে পুলিশ সদা প্রস্তুত রয়েছে। জনগণকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্ব পালনে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে। কেউ যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে হয়রানি করে বা আইন ভেঙে ব্যক্তিস্বার্থে কাজ করতে চায়, তাহলে তাৎক্ষণিকভাবে ৯৯৯ অথবা নিকটস্থ থানায় অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ডিএমপি অতীতেও এমন একাধিক ঘটনার মুখোমুখি হয়েছে, যেখানে আইন হাতে তুলে নেওয়ার পরিণতিতে সৃষ্টি হয়েছে বিশৃঙ্খলা। যেমন ২০২৩ সালের জুলাই মাসে মিরপুর এলাকায় স্থানীয় কিছু বাসিন্দা চোর সন্দেহে এক যুবককে মারধর করে; পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে এবং পরবর্তীতে ঘটনাটি তদন্তে নামে। এছাড়া ২০২৪ সালের জানুয়ারিতে রামপুরায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে কয়েকজন ব্যক্তি প্রতিপক্ষের বাড়িতে হামলা চালালে পুলিশ তাদের গ্রেপ্তার করে। এইসব ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে ডিএমপি কড়া অবস্থান নিয়েছে।

ঢাকা মহানগর পুলিশ পুনরায় সতর্ক করে বলেছে, ভবিষ্যতে কেউ আইন নিজের হাতে তুলে নিয়ে কোনো নৈরাজ্য পরিস্থিতি সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

scroll to top