রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ শনিবার (৩ মে) দুপুর পর্যন্ত আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রা পূর্বের মতোই বজায় থাকায় আজও গরমের অনুভূতি তীব্র থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে সামগ্রিকভাবে আবহাওয়া থাকবে শুষ্ক। দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তাপমাত্রা সামগ্রিকভাবে অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।
ঢাকায় আজ সকাল ৬টার দিকে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৭৯ শতাংশ। এর ফলে তাপমাত্রা তুলনামূলকভাবে সহনীয় মনে হলেও আর্দ্রতার কারণে গরমের অনুভূতি বেড়ে যায়। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। উল্লেখযোগ্য বৃষ্টিপাত না থাকায় শুষ্ক আবহাওয়া অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ আশপাশের এলাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
এদিকে দেশের অন্যান্য অঞ্চলেও গরমের প্রবণতা অব্যাহত রয়েছে। শুক্রবার রাতে আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এসব ঝড়-বৃষ্টির ঘটনা ছিটেফোঁটা হবে বলেই ধারণা করা হচ্ছে।
সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। ফলে কয়েকদিন গরম আবহাওয়া বজায় থাকার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।
আগামী ৭২ ঘণ্টা যেমন থাকতে পারে আবহাওয়া
বাংলাদেশে গ্রীষ্মের তাপমাত্রা ও আর্দ্রতা বৃদ্ধি পাচ্ছে। আগামী তিন দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা কিছুটা স্বস্তি আনতে পারে। পরিবর্তন হতে পারে আগামী ৭২ ঘণ্টার আবহাওয়া। রোববার (৪ মে) দেশের অধিকাংশ অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকবে। ঢাকায় তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় গরমের অনুভূতি তীব্র হবে।
পরদিন সোমবার (৫ মে) ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। বৃষ্টির কারণে কিছুটা স্বস্তি মিলতে পারে। এছাড়া মঙ্গলবার (৬ মে) বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমতে পারে।