জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চারুকলা ভবন নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছেন শহীদ সালাম-বরকত হলের শিক্ষার্থীরা। বন উজাড়, লেক ভরাট এবং অতিথি পাখিদের আবাসস্থল ধ্বংসের অভিযোগ তুলে তারা ভবন নির্মাণ পরিকল্পনা বাতিলের দাবি জানিয়েছেন। মঙ্গলবার (২০ মে) সকাল ১০টায় রেজিস্ট্রার ভবনের সামনে তারা বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন।
আন্দোলনকারীদের অভিযোগ
আন্দোলনকারীদের অভিযোগ, চারুকলা ভবনের জন্য নির্ধারিত এলাকাটি পরিবেশগতভাবে সংবেদনশীল হলেও, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কোনো পরিবেশগত প্রভাব মূল্যায়ন (EIA) করা হয়নি। এটি পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের শামিল বলে তারা দাবি করেন। পাশাপাশি প্রকল্প পরিচালক ময়েজ উদ্দিনের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (DPP) নিয়ে জালিয়াতির অভিযোগও তুলেছেন শিক্ষার্থীরা।
উল্লেখ্য, গত ১৭ মার্চ অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় চারুকলা ভবন স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়, যা নিয়ম অনুযায়ী ছয় মাসের মধ্যে পরিবর্তনযোগ্য নয়। তবে শিক্ষার্থীরা অভিযোগ করছেন, নিয়ম ভেঙে পুরনো এলাকাতেই ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। এতে করে প্রশাসনের প্রতি শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ বাড়ছে।
শিক্ষার্থীরা জানান
প্রাথমিকভাবে নির্মাণকাজ বন্ধ থাকলেও গ্রীষ্মকালীন ছুটির সুযোগে শতাধিক গাছ কেটে বন উজাড় করা হয়েছে এবং অতিথি পাখিদের প্রিয় ‘বার্ডস লেক’ আংশিক ভরাট করে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শিক্ষার্থীরা এ ঘটনাকে “সন্ত্রাসী কায়দা” হিসেবে উল্লেখ করেন।
এ ছাড়া, ১৪ মে গাছ রোপণের সময় আন্দোলনকারীদের বিরুদ্ধে চারুকলা বিভাগের কিছু শিক্ষার্থীর কুরুচিপূর্ণ ও উসকানিমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়ে আন্দোলন আরও তীব্র আকার ধারণ করেছে।
হল সংলগ্ন জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে ভবন নির্মাণ অন্যত্র সরিয়ে নেওয়ার জোর দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। পরিস্থিতি শান্ত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিকেল ৪টায় শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে।