সন্ধ্যার মধ্যে আট অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা

New-Project-27-3.jpg

আট অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা

২৪ ঘণ্টা বাংলাদেশ

দেশের অন্তত আটটি অঞ্চলে আজ (শনিবার, ১৭ মে) সন্ধ্যার মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১৭ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানার দেওয়া অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের পূর্বাভাসে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার পরিস্থিতি সম্পর্কে এই তথ্য জানানো হয়েছে।

আট অঞ্চলের জন্য সতর্কবার্তা

আবহাওয়া অফিসের এক সতর্কবার্তায় বলা হয়, আজ শনিবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, নোয়াখালী, ভোলা এবং চট্টগ্রাম অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির প্রবণতা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও শিলা বৃষ্টিও হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

ঢাকা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলেন, “বিকেল থেকে সন্ধ্যার মধ্যে দেশের মধ্যাঞ্চলসহ বেশ কয়েকটি এলাকায় বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যেতে পারে। নাগরিকদের অনুরোধ করা হচ্ছে, আবহাওয়ার আপডেট জানতে নিয়মিত খবরে চোখ রাখার জন্য।”

রাজধানীর আহাওয়া

এদিকে আজ রাজধানী ঢাকায় আকাশ আংশিক মেঘলা রয়েছে। দুপুর গড়াতেই বাড়তে পারে মেঘের পরিমাণ। আবহাওয়ার এই পরিবর্তনে তাপমাত্রা কিছুটা কমলেও বাতাসে আর্দ্রতা বেশি থাকায় গরমের অনুভূতি বজায় থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাবাস

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

সংস্থাটি জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। সেইসঙ্গে ঢাকা, টাঙ্গাইল, গোপালগঞ্জ, রাজবাড়ী, সিরাজগঞ্জ, চাঁদপুর, বান্দরবান, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর ও ঝিনাইদহ জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

জরুরি প্রয়োজনে বাইরে বের হলে ছাতা বা রেইনকোট রাখার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। কৃষকদেরও ফসল ও খামারের গবাদিপশু রক্ষায় সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

scroll to top