দেশের চার জেলার ওপর দিয়ে আজ মঙ্গলবার (১৩ মে) দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঙ্গলবার (১৩ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এই অবস্থায় দেশের অন্তত ৮টি জেলার মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া, উপকূলীয় এলাকায় নৌযানগুলোকে সতর্কভাবে চলাচল করতে বলা হয়েছে। মাছ ধরার নৌকাগুলোকে উপকূলে ফিরে আসার পরামর্শও দেওয়া হয়েছে।
কেমন থাকবে আজ সারাদিনের আবহাওয়া
এদিকে সোমবার (১২ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে, সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঢাকায় সকালের পর থেকে মেঘলা আকাশ বিরাজ করছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরম ও অস্বস্তি রয়েছে। তবে দুপুরের দিকে কিছু এলাকায় বৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলেছে, ঝড়-বৃষ্টি আরও কয়েকদিন থাকতে পারে এবং দেশের উত্তর ও পূর্বাঞ্চলে এর প্রভাব বেশি থাকবে।
বর্জপাতের সতর্কতা
দেশের বেশ কিছু অঞ্চলে বজ্রপাতের সম্ভাবনার কথা জানিয়ে সতর্কতা জারি করেছে। বিশেষ করে উত্তর, পূর্ব ও মধ্যাঞ্চলের জেলাগুলোতে দুপুরের আগেই বজ্রসহ বৃষ্টিপাত এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস জানায়, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, কুমিল্লা, সিলেট, চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চলে আজ বজ্রপাতের প্রবণতা বেশি থাকতে পারে।
বিশেষ সতর্কতা
আবহাওয়া অধিদপ্তর খোলা মাঠ, পুকুর পাড়, ধানখেত, গাছপালা ও উঁচু জায়গায় অবস্থান করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। বজ্রপাত থেকে বাঁচতে লোহা জাতীয় বস্তু বহন না করা এবং মোবাইল ফোন ব্যবহারে সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে।
বজ্রপাতের সময় যারা বাইরে থাকবেন, তাদের দ্রুত ঘরে বা নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক এবং নির্মাণশ্রমিকদের বিশেষ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।